1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাৎসি নিধন শিবিরের অপরাধে প্রাক্তন রক্ষী দণ্ডিত

১২ মে ২০১১

মিউনিখের একটি আদালত ৯১ বছর বয়সি জন দেমইয়ানুক’কে পাঁচ বছরের কারাদণ্ড দিল বৃহস্পতিবার৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার জার্মানির দখলিত পোল্যান্ডের সবিবর নিধন শিবিরে এসএস রক্ষী হিসেবে ইহুদি হত্যায় সাহায্যের অপরাধেই এই দণ্ড৷

https://p.dw.com/p/11EQq
John Demjanjuk arrives at the court building in Munich, southern Germany, on Wednesday, May 11, 2011. Ukrainian-born Demjanjuk, 91, is accused of 28,060 counts of accessory to murder for allegedly serving as a guard in the Nazis' Sobibor death camp. (AP Photo/Matthias Schrader)
জন দেমইয়ানুকছবি: dapd

দীর্ঘ দেড় বছর ধরে চলেছিল দেমইয়ানুক মামলা৷ ১৯৪৩ সালে সবিবর নিধন শিবিরে অন্তত ২৮ হাজার ৬০ জনকে হত্যার সহায়ক হিসেবে দোষী সাব্যস্ত করেছে জার্মান আদালত জন দেমইয়ানুক'কে৷ নিহতদের অধিকাংশই ছিলেন ইহুদি৷ পাঁচ বছর কারাদণ্ডের রায় যখন পড়া হচ্ছিল দণ্ডিত ব্যক্তি কোন রকমের আবেগ অনুভূতি দেখায়নি৷ দেমইয়ানুক তার বিচারকাজ বিছানায় শুয়েই এতদিন অনুসরণ করেছে৷ তার চোখে ছিল ঘন কালো চশমা৷

আদালত তার রায়ে বলেছে, কোন সুনির্দিষ্ট হত্যাকাণ্ডের সঙ্গে দেমইয়ানুক'কে যুক্ত করা না গেলেও শিবিরের একজন রক্ষী হিসেবে তার উপস্থিতিই দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট৷ কেননা নিধনকাজই ছিল সবিবর বন্দি শিবিরের উদ্দেশ্য৷ মিউনিখের আদালতে এই রায় শুনতে উপস্থিত ছিলেন ইহুদি নিধনযজ্ঞ হলোকস্ট থেকে বেঁচে যাওয়া অন্তত জনা বারো মানুষ এবং নিহতদের কারো কারো আত্মীয় পরিজন৷ দেমইয়ানুকের আইনজীবীরা বলেছেন, তাঁরা রায়ের বিরুদ্ধে আপিল করবেন৷

A picture dated 29 November 2005 shows a memorial at the site of a Nazi death camp in Sobibor, Poland. Alleged Nazi-era war criminal John Demjanjuk, 89, went on trial on 30 November 2009 in the German city of Munich over allegations that he drove tens of thousands of Jews to their deaths in Nazi gas chambers in 1943. Ukraine-born Demjanjuk faces charges of being an accessory to the murder of 27,900 Jews mostly from the Netherlands at the Sobibor death camp in occupied Poland. EPA/PRZEMEK WIERZCHOWSKI POLAND OUT +++(c) dpa - Report+++
ছবি: picture-alliance/dpa

জেরুসালেমে নাৎসি যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় আনতে নিবেদিত সিমন ভিজেনথাল সেন্টারের এফরাহিম জুরফ দণ্ডাদেশকে স্বাগত জানিয়েছেন এবং এ ধরনের আরো বিচারের আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, এই রায় অত্যন্ত শক্তিশালী এক বার্তা পাঠালো যে, হলোকস্টের অপরাধের বহু বছর পরেও কৃত অপরাধের জন্য হত্যাকারীদের এখনও বিচার হতে পারে৷

দেমইয়ানুকের জন্ম ইউক্রেনে৷ যুদ্ধের পর সে স্থায়ীভাবে পাড়ি দেয় মার্কিন যুক্তরাষ্ট্রে৷ ইসরায়েলেও তার বিচার হয়েছিল৷ সেখানে তার ফাঁসির দণ্ড হয়েছিল৷ কিন্তু আপিলে ছাড়া পেয়ে যায়৷ সেখান থেকে ফিরে যায় সে আবার মার্কিন যুক্তরাষ্ট্রে৷ ২০০৯ সালের মে মাসে বহিষ্কৃত হয় সে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে৷ বিচারের জন্য তাকে নিয়ে আসা হয় জার্মানিতে৷ বিচারের গোটা সময়েই দেমইয়ানুক অবশ্য দাবি করে এসেছে যে সে নির্দোষ৷

এই বিচারে প্রত্যক্ষদর্শীদের অভাব বাধা হয়ে দাঁড়িয়েছিল৷ তাছাড়া অভিযুক্তের স্বাস্থ্যও ছিল অত্যন্ত দুর্বল৷ বিচার শুরু হয় ২০০৯ এর ৩০ নভেম্বর৷ এবং আদালত নির্ভর করেছে বহুলাংশে জার্মানিতে রক্ষিত রেকর্ড-এর ওপর৷ ঐ রেকর্ডে দেমইয়ানুকের নাম পাওয়া গেছে৷

প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: দেবারতি গুহ