তিন বাংলাদেশিসহ নিহত ৪৯
১৫ মার্চ ২০১৯বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আরও আট বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে তিনি খবর পেয়েছেন।
এই ঘটনায় অল্পের জন্য বেঁচে গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড়।
শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের ‘আল নূর’ মসজিদে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুই সন্ত্রাসী৷ পুলিশসূত্রে জানা গেছে, হামলাকারীরা অতি-ডানপন্থি, মুসলিমবিদ্বেষী মনোভাবাপন্ন৷
মসজিদের ভেতর থেকে বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ৷
প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীদের একজন বলেছে যে, সে নিউজিল্যান্ডের বাসিন্দা নয়৷ ইতিমধ্যে, এই ঘটনার জেরে পুলিশ তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে৷
বিভিন্ন সংবাদসংস্থা জানাচ্ছে, আল নূর মসজিদে হামলার ঘটনাটি অনলাইনে ‘লাইভ স্ট্রিমিং’ অর্থাৎ সরাসরি সম্প্রচার করা হয়েছিল৷
শুধু তাই নয়, হামলাকারীরা ঘটনাস্থলে চরমপন্থি ইউটিউব সেলেব্রিটি ‘পিউডিপাই’-এর নাম উল্লেখ করে৷ যদিও ‘পিউডিপাই’ এই হামলার নিন্দা জানিয়েছে, তদন্তকারীরা নিশ্চিত এই হামলার পেছনে রয়েছে কিছু অতি-ডান, চরমপন্থি মানুষ৷
ক্রিকেটাররা নিরাপদ
আচমকা এই হামলার ফলে বাতিল হয়ে গেছে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের তৃতীয় টেস্ট ম্যাচ৷ বাংলাদেশ দলের খেলোয়াড়েরা নিরাপদ রয়েছেন, এমনটা জানিয়ে টুইট করেছেন তামিম ইকবাল৷
বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ জানিয়েছেন, শুক্রবার সকালে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে অনুশীলন করেন খেলোয়াড়রা৷ সেখান থেকে তাঁদের কয়েকজন মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন৷
নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদন বলছে, মসজিদে যখন গোলাগুলি শুরু হয়, তার পরপরই সেখানে পৌঁছেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা৷ পরে তাঁরা সেখান থেকে দ্রুত সরে যান৷
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদক মোহাম্মদ ইসামের টুইটে বাংলাদেশের খেলোয়াড়দের পার্কের মধ্য দিয়ে হেঁটে ফেরার দৃশ্য দেখা গেছে৷
শেষ পাওয়া খবর অনুযায়ী, বন্ধ রাখা হয়েছে নিউজিল্যান্ডের সবগুলি মসজিদ৷
এসএস/জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স, বিডিনিউজ)