1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধের বিচার

২৮ মে ২০১২

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল৷ ১লা জুলাই নিজামীর এবং ২০শে জুন মোল্লার বিচার শুরু হবে৷

https://p.dw.com/p/153Vb
ছবি: DW

মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১৷ আলবদর বাহিনীর প্রধান হিসেবে একাত্তরে তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা, দেশত্যাগে বাধ্য করা ও লুটতরাজসহ ১৬ ধরনের অপরাধের অভিযোগ আনা হয়েছে৷ আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আগে তিনি দোষী, না নির্দোষ জানতে চাইলে নিজামী নিজেকে নির্দোষ দাবি করেন৷

২০১০ সালের ১৬ই জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়৷ প্রসিকিউটর মোহাম্মদ আলি জানান, ১লা জুলাই প্রসিকিউশনের বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে নিজামীর বিচার শুরু হবে৷

অন্যদিকে বিচারপতি ফজলে কবিরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন৷ অভিযোগ গঠনের আগে কাদের মোল্লাও নিজেকে নির্দোষ দাবি করেন৷ কাদের মোল্লার বিরুদ্ধে একাত্তরে মিরপুরের আলোকদি গ্রামে ৩৪৪ জনকে হত্যাসহ ৬টি অভিযোগ আনা হয়েছে৷ প্রসিকিউটর আনোয়ার হোসেন জানান, কাদের মোল্লার বিরুদ্ধে আর ৫টি অভিযোগও হত্যা এবং গণহত্যার৷ ২০শে জুন থেকে কাদের মোল্লার বিচার শুরু হবে৷

জামায়াত নেতাদের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অবশ্য দাবি করেন যে, এই অভিযোগ গঠন আইনসম্মত হয়নি৷

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে এখন জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদি এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার চলছে৷ আর শিগগির শুরু হচ্ছে জামায়াতের আরেক শীর্ষ নেতা গোলাম আযমের বিচার৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ