1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিজেদের কথা শোনাতে লড়ছে রোহিঙ্গা নারীরা

বের্গিটা স্যুলকে | নাওমি কনরাড | আরাফাতুল ইসলাম
২৬ জুন ২০২৩

কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে এমন কিছু নারীর সঙ্গে আমাদের কথা হয়েছে যারা নিজেদের অবস্থার উন্নয়নে সংগ্রাম করে যাচ্ছেন৷ এমন এক পরিবেশে তারা আছেন যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড ক্রমশ বাড়ছে৷ আর অধিকারের কথা বলতে গিয়ে অনেককে চড়া মূল্য দিতে হচ্ছে৷

https://p.dw.com/p/4T5t3

তাদের কোনো রাষ্ট্র নেই, নেই কাজের অধিকার কিংবা নিয়মিত স্কুলে যাওয়ার সুযোগ৷ এমনকি শিবির থেকে বের হতেও দরকার হয় বিশেষ অনুমতি৷ হতাশা, লুকানো মানসিক ক্ষত আর অপরাধী চক্রের বেড়ে চলা উৎপাতে শরণার্থী শিবিরে রোহিঙ্গা নারীদের জীবন ক্রমশ অসহনীয় হয়ে উঠেছে৷ 
পুরুষের তুলনায় তাদের সুযোগ খুবই সীমিত৷ পড়াশোনা, শিবিরের মধ্যে চলাফেরা বা টয়লেটে যেতেও প্রতিনিয়ত নানা ঝুঁকিতে পড়ছেন তারা৷ তা সত্ত্বেও রক্ষণশীল সমাজের নানা বাধা এড়িয়ে শিক্ষার বিস্তার ঘটাতে সচেষ্ট কিছু নারী৷  

ডয়চে ভেলের বের্গিটা স্যুলকে, নাওমি কনরাড এবং আরাফাতুল ইসলাম-এর বিশেষ প্রতিবেদন৷

স্কিপ নেক্সট সেকশন এই শো সম্পর্কে

এই শো সম্পর্কে

সপ্তাহের সেরা