হুমকি দিচ্ছেন কিম জং উন!
৯ এপ্রিল ২০১৩মঙ্গলবার সকালে ‘কেইসং শিল্প পার্ক'এ নিজেদের শ্রমিকদের যেতে দেয়নি উত্তর কোরিয়া৷ এই পার্কে অবস্থিত দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন ১২৩টি কোম্পানিতে কাজ করে প্রায় ৫৩ হাজার উত্তর কোরীয় নাগরিক৷ ফলে উত্তর কোরিয়ার অর্থনীতিতে অনেক অবদান রাখছে এই পার্ক৷ এর আগে ৩ তারিখে সেখানে দক্ষিণ কোরিয়ার শ্রমিকদের আসতে বাধা দেয় উত্তর কোরিয়া৷
উল্লেখ্য, কেইসং শিল্প পার্কের অবস্থান উত্তর কোরিয়ায়৷ দুই দেশের সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার ভেতরে৷
এদিকে, দক্ষিণ কোরিয়ায় থাকা বিদেশিদের সেদেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে উত্তর কোরিয়া৷ উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ'কে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, ‘‘আমরা চাইনা যুদ্ধ শুরু হলে দক্ষিণ কোরিয়ায় থাকা কোনো বিদেশির ক্ষতি হোক৷''
এর আগে গত সপ্তাহে সৌলের বিদেশি দূতাবাসগুলোকে তাদের নাগরিকদের সতর্ক করে দেয়ার পরামর্শ দিয়েছিল পিয়ং ইয়ং৷ এর ফলে কয়েকটি দূতাবাস তাদের নাগরিকদের দক্ষিণ কোরিয়া ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে৷ তবে যুক্তরাষ্ট্র এখনো সেটা করেনি৷ কারণ তারা মনে করছে যুদ্ধ শুরু করার মতো কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না৷
যুক্তরাষ্ট্রের মতে, উত্তর কোরিয়ার শক্তিশালী সেনাবাহিনীকে এখনো যুদ্ধের প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে না৷ ফলে মনে হচ্ছে অভ্যন্তরীণ উদ্দেশ্য পূরণে কিম জং উন এমনটা করে থাকতে পারে৷
ফেব্রুয়ারি মাসে পরমাণু পরীক্ষা চালানোর প্রেক্ষিতে জাতিসংঘ উত্তর কোরিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় যুদ্ধের হুমকি দিচ্ছে পিয়ং ইয়ং৷
জেডএইচ/এসবি (রয়টার্স)