1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ব্লগারদের এভাবে আটক অবৈধ’

আরাফাতুল ইসলাম১৮ এপ্রিল ২০১৩

একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে আন্দোলনরতদের কাছে খুব পরিচিত নাম নিঝুম মজুমদার৷ পেশায় আইনজীবী এই ব্লগার মনে করেন, সম্প্রতি যে প্রক্রিয়ায় ব্লগারদের আটক করা হয়েছে, তা অবৈধ৷

https://p.dw.com/p/18Iew
A lawyer living in London, Nijhoom writes about legal aspects of war crimes how Bangladesh could punish war criminals of the 1971 war of independence that claimed millions of lives in Bangladesh. Until 2013, the perpetrators of the atrocities went unpunished. Nijhoom is also very much involved with the 2013 Shahbag protests.
ছবি: S. Ayereen Lisa

ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বসবাস করলে কী হবে, নিজের দেশ বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত সচেতন নিঝুম মজুমদার৷ সচেতন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে৷ একাত্তরের মুক্তিযুদ্ধ দেখেননি তিনি, তবে সেই যুদ্ধের নির্মমতা অনুধাবন করতে পারেন নিঝুম৷ বুঝতে পারেন, যুদ্ধাপরাধীদের বিচার বাঙালির প্রাণের দাবি৷ তাই সুদূর প্রবাসে বসেও যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার নিঝুম মজুমদার৷

শুধু ফেসবুক বা ব্লগে লিখেই ক্ষান্ত নন নিঝুম৷ শাহবাগের গণজাগরণ মঞ্চ যখন ঢাকার রাজপথ কাপাঁচ্ছে, নিঝুম তখন নেমে পড়েছেন লন্ডনের রাস্তায়৷ কখনো জামায়াতের সঙ্গে মুখোমুখি অবস্থানে তিনি, কখনো আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে সমাবেশে৷ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সব আন্দোলনেই পাওয়া যাবে নিঝুমকে৷

ব্লগারদের আটক ‘অবৈধ'

ডয়চে ভেলের সঙ্গে নিঝুমের কথা হয় বৃহস্পতিবার সকালে৷ আগের রাতে তাঁর ঘুম ঠিকমতো হয়নি৷ ব্যস্ত ছিলেন লেখালেখি নিয়ে৷ তবুও কাঁচা ঘুম ভাঙ্গানো ফোন কলটি, রিসিভ করে ‘শুভ সকাল' বলতে কার্পণ্য করেননি তিনি৷

সরকারের অবস্থানে ‘ধোঁয়াশা'

নিঝুমের কাছে সরাসরি জানতে চাওয়া হয়, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে, জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে তাদের চলমান আন্দোলন সম্পর্কে৷ গত কয়েক মাস ধরে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিনি এবং তাঁর মতো আরো অনেক ব্লগার, ইন্টারনেট অ্যাক্টিভিস্ট৷ কিন্তু আন্দোলনের ফলে অর্জন কি তেমন করে আসছে? নিঝুমের গলায় খানিকটা হতাশার ছাপ৷ সরকার তাদের আন্দোলনের শুরুর দিকে জামায়াত-শিবির নিষিদ্ধের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছিল৷ ক্ষমতাসীন দলের কয়েক নেতা বলেছিলেনম ‘জামায়াত নিষিদ্ধ সময়ের ব্যাপার৷' কিন্তু সেই সময় যে আর আসেনা৷ অথচ আইনজীবী নিঝুম খুব ভালো করেই জানেন, সরকার চাইলে এক্ষুনি, এই মুহূর্তে নির্বাহী আদেশের মাধ্যমে জামায়াত শিবির নিষিদ্ধ করতে পারে৷

কিন্তু এ বিষয়ে সরকারের অবস্থান ক্রমশ যেন আরো ধোঁয়াটে হয়ে উঠছে, সেটা বুঝতে পারছেন নিঝুম৷ এর পেছনে হয়তো কাজ করছে ভোটের রাজনীতি কিংবা অন্য কোনো হিসাব৷ যে কারণে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনের সঙ্গে বিভিন্নভাবে সম্পৃক্ত ব্লগাররাও এখন আটক হচ্ছেন৷

ব্লগারদের আটক ‘অবৈধ'

নিঝুম বাংলাদেশের আইন ভালোই বোঝেন৷ নিজের চার সহযোদ্ধাকে আটকের প্রক্রিয়াকে তিনি অকপটে বললেন, ‘অবৈধ'৷ এক্ষেত্রে ব্লগারদের আটকের প্রক্রিয়া এবং তাদেরকে আটকের পর যেভাবে ল্যাপটপ এবং কম্পিউটারসহ গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়েছে, তা উল্লেখ করেন নিঝুম৷ আইনের দৃষ্টিতে কারো বিরুদ্ধে অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি অপরাধী নন এবং তাঁর সঙ্গে অপরাধীর মতো আচরণও করা যাবে না৷ অথচ ব্লগারদের অপরাধীর মতো করে গণমাধ্যমের সামনে হাজির করা হয়েছে, যা কোনো আইনেই বৈধ নয়৷

নিঝুম জানান, ১৫ দিন ব্লগারদের অবৈধভাবে আটক রেখে, বুধবার তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তথ্য প্রযুক্তি আইনে৷ এক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইনকে অবৈধভাবে ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন তিনি৷

প্রসঙ্গত, গ্রেপ্তারকৃত চার ব্লগার মশিউর রহমান বিপ্লব, মোহাম্মদ রাসেল পারভেজ, সুব্রত শুভ এবং আসিফ মহিউদ্দীন দীর্ঘদিন ধরে ইন্টারনেটে লেখালেখি করছেন৷ নিঝুম বলেন, ‘‘তাঁরা একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে পুরোপুরি সোচ্চার এবং শাহবাগে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, তার সঙ্গে সম্পৃক্ত৷''

নিঝুমকে ভোট দিন

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নিঝুম মজুমদারের এই আন্দোলন পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনে৷ ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ ‘সেরা ব্লগ'-এ মনোনয়ন পেয়েছেন তিনি৷ এ বিভাগে বাংলা ভাষার পক্ষে লড়ছেন নিঝুম মজুমদার৷ সেখানে প্রতিদ্বন্দ্বীতা করছেন আরো ১৩টি ভাষার ব্লগাররা৷

মনোনয়নের এই খবরে উৎসাহিত নিঝুম৷ তিনি বলেন, ‘‘খুবই অসাধারণ একটি ব্যাপার৷ দ্য বব্স প্রতিযোগিতা সম্পর্কে আমি আগে থেকেই অবগত৷ এটাকে আমি বেশ সম্মানজনক একটি আয়োজন মনে করি৷

‘‘একজন বাংলাদেশি হিসেবে আমি যে কাজগুলো করেছি সেটা বিশ্ববাসীর কাছে গিয়ে পৌঁছেছে এবং তারা মনে করেছে, অনেকগুলো ভাষা বা ব্লগের ভেতরে এই একটি ব্লগ পুরস্কার পাওয়ার দাবিটা অন্তত রাখে৷ সেটা আমার কাছে খুব অসাধারণ৷ আমার কাছে আসলে জয় পরাজয় একেবারেই মুখ্য না৷''

উল্লেখ্য, ডয়চে ভেলের এই প্রতিযোগিতার ভোটাভুটি চলছে এখন৷ নিঝুম মজুমদারকে ভোট দিতে ভিজিট করুন www.thebobs.com/bengali ঠিকানা৷ বৃহস্পতিবার প্রর্যন্ত ভোটের যে ফলাফল, তাতে ফার্সি ভাষার প্রতিদ্বন্দ্বীর তুলনায় বেশ খানিকটা পিছিয়ে আছেন নিঝুম মজুমদার৷ তাই তাঁকে নিয়মিত ভোট দিয়ে এগিয়ে নেওয়ার সময় এখনই৷ প্রতিযোগিতার ভোটাভুটি চলবে আগামী ৭ মে পর্যন্ত৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য