1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিরাপত্তা পরিস্থিতির কারণে ভারতের বাইরে আইপিএল

২৩ মার্চ ২০০৯

ভারতীয় প্রিমিয়ার লীগ-আইপিএল-এর খেলা ভারতের বাইরে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে নিরাপত্তা পরিস্থিতির কারণে৷

https://p.dw.com/p/HI6D
আইপিএল এর চেয়ারম্যান লোলিত মোদিছবি: AP

আগামী ১০ই এপ্রিল থেকে ২৬শে মে পর্যন্ত অনুষ্ঠিতব্য টুয়েন্টি-টুয়েন্টি টুর্ণামেন্টটি এখন কোথায় আয়োজিত হবে তা নির্ধারণের জন্য আইপিএল এর একটি প্রতিনিধিদল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে৷ এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হব খুব শীঘ্রই৷

ভারতীয় ক্রিকেট বোর্ড গত রবিবার সিদ্ধান্ত নিয়েছে, ভারতীয় প্রিমিয়ার লীগের চলতি বছরের খেলা অন্য কোন দেশে অনুষ্ঠানের৷ কারণ সরকার জানিয়েছে, আগামী এপ্রিল ও মে মাসে অনুষ্ঠিতব্য ভারতের সাধারণ নির্বাচনের নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনীর সহযোগিতা বিশেষ প্রয়োজন৷

উল্লেখ্য যে, গত নভেম্বরে মুম্বাইতে উগ্রপন্থীদের আক্রমণ এবং চলতি মাসের প্রথম দিকে পাকিস্তানে শ্রীলংকা ক্রিকেট দলের ওপর হামলার পর ভারতে নিরাপত্তা পরিস্থিতি নিয়েউদ্বেগ বৃদ্ধি পেয়েছে৷

তবে ভারতে অনুষ্ঠেয় দুই হাজার দশ সালের কমনওয়েলথ গেমস-এর ওপর এর কোন প্রভাব পড়বে না জানিয়েছেন ভারতীয় অলিম্পিক এযাসোসিয়েশনের মহাসচিব রনধির সিং৷ তিনি সাংবাদিকদের বলেন, নতুনদিল্লিতে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমস-এর নিরাপত্তার ব্যাপারে আমরা উদ্বিগ্ন নই৷

ভারতের রাজধানীতে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হওয়ার কথা আগামী বছরের তিন থেকে চৌদ্দই অক্টোবর পর্যন্ত৷

লেখক: আবদুস সাত্তার, সম্পাদক: আব্দুল্লাহ আল-ফারুক