1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন কমিশন সংক্রান্ত সার্চ কমিটি নিয়ে বিএনপি'র ‘না'

২৮ জানুয়ারি ২০১২

নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিতে কোন নাম পাঠাবে না বিএনপি৷ এই কমিটিকে তারা অবৈধ বলে মনে করে৷ আওয়ামী লীগ বলেছে, তারা সার্চ কমিটিতে নাম পাঠাবে কিনা তা দলের নীতিনির্ধারকদের সভা ডেকে সিদ্ধান্ত নেয়া হবে৷

https://p.dw.com/p/13s3C
Mirza Fakhrul Islam Alamgir
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামছবি: DW

আগামী ১৪ই ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে৷ এই সময়ের মধ্যেই রাষ্ট্রপতিকে নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ দিতে হবে৷ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর ইতিমধ্যেই নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন করেছেন৷ আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সার্চ কমিটি কাজও শুরু করেছে৷ তারা প্রথম সভায় অন্যান্য প্রতিষ্ঠান ছাড়াও রাজনৈতিক দলগুলোর কাছেও প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার পদে নামের তালিকা আহ্বান করেছে৷ কিন্তু প্রধান বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা সার্চ কমিটির কাছে কোন নাম পাঠাবেন না৷ আর তারা মনে করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আগে এসবের কোন মানে নেই৷

তিনি দাবি করেন, এই সার্চ কমিটি অসাংবিধানিক হয়েছে৷ এবং সরকার দলীয় লোকজনকে সার্চ কমিটিতে নেয়া হয়েছে৷ এখান থেকে ভাল কিছু আশা করা যায়না৷

অন্যদিকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি সরকারের কোন কাজেই ভাল কিছু দেখতে পায়না৷ এটা তাদের বৈশিষ্ট্য৷ তিনি বলেন, আওয়ামী লীগ সার্চ কমিটিতে নাম পাঠাবে কিনা আর পাঠালে কাদের নাম পাঠান হবে তা দলের নীতিনির্ধারকদের বৈঠক ডেকে সিদ্ধান্ত নেয়া হবে৷

সার্চ কমিটির হাতে খুব বেশি সময় নেই৷ কারণ ১০ কার্যদিবসের মধ্যেই তাদের সুপারিশ পাঠাতে হবে রাষ্ট্রপতির কাছে৷ আর ১৪ই ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতিকে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান