1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্তুষ্ট হেঙ্কেজ

১৮ নভেম্বর ২০১২

নুরেমব্যার্গের সাথে ১-১ গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো বুন্ডেসলিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখকে৷ তবুও আট পয়েন্ট বেশি নিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখে চলেছে প্রশিক্ষক ইয়ুপ হেঙ্কেজ-এর দল৷

https://p.dw.com/p/16lBn
ছবি: picture-alliance/dpa

শনিবার বায়ার্ন মিউনিখকে বেশ চাপের মধ্যেই পড়তে হয়েছে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা ফ্রাঙ্ক রিবেরি এবং আরিয়েন রবেনের অনুপস্থিতিতে৷ এছাড়া মঙ্গলবার স্পেনের ভ্যালেন্সিয়ায় অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ খেলার কথা মাথায় রেখে খাবি মার্তিনেস, ফিলিপ লাম ও হোলগার বাডস্টুবারকেও বেঞ্চে বসিয়ে রেখেছিলেন হেঙ্কেজ৷ ফলে নিচের সারির দল নুরেমব্যার্গের সাথে ড্র করতেই হিমশিম খেতে হয়েছে বাভারিয়ানদের৷

খেলা শুরুর মাত্র তিন মিনিটেই সূচনা গোল করেন ক্রোয়েশীয় তারকা মারিও মান্ডজুকিচ৷ তবে ৪৬ মিনিটে সাবেক বায়ার্ন তারকা মার্কুস ফয়েলনার বেশ দূর থেকেই মাপা শট করে বায়ার্ন গোলরক্ষক মানুয়েল নয়ারকে ফাঁকি দিয়ে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দেন৷ অবশ্য এই গোলটি নিয়ে নিজেও বেশ আশ্চর্য হন ফয়েলনার৷ তাই তিনি বলেন, ‘‘এটা আসলে সৌভাগ্যই বলতে হবে যে, বলটি শূন্যে অনেকটা দিক পাল্টে ফেলেছিল৷ প্রথমে মনে হলো যে, বলটি গোলপোস্টের মাঝখানে পড়বে৷ কিন্তু পরক্ষণেই এটি খানিকটা ঘুরে যায়৷ আমি নিশ্চিত যে, বলটির এমন গতি এবং দিক পরিবর্তন দেখে নয়ারও হতভম্ব না হয়ে পারে না৷''

তবে এই দুটি গোলই ছিল বায়ার্ন আর নুরেমব্যার্গের খেলার একমাত্র সম্বল৷ অনেক চেষ্টা-সাধনা করেও আর কোন গোল পায়নি কোন পক্ষই৷ বায়ার্ন তারকা বাস্টিয়ান শোয়াইন্সটাইগার সেকথা স্বীকার করে তাই বলেন, ‘‘এটা খুব সহজ ছিল না৷ আমরা অনেকগুলো সুযোগ পেলেও শেষ পর্যন্ত সঠিকভাবে বলটি সামনে ঠেলে দিতে পারিনি কিংবা সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি৷ আজকের খেলার ফল ২-০ হতে পারতো৷ কিন্তু আমরা সুযোগ হাতছাড়া করেছি৷''

এদিকে, পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শালকের জন্য দিনটি ছিল দুর্ভাগ্যের৷ পঞ্চম স্থানে থাকা বায়ার লেভারকুজেনের কাছে ২-০ গোলে হারতে হয়েছে শালকে'কে৷ খেলার ৪৫ ও ৬৭ মিনিটে দুটি গোল করেন যথাক্রমে আন্দ্রে শুরলে এবং স্টেফান কিসলিং৷ অন্যদিকে, আউগসবুর্গকে ৪-২ গোলে হারিয়ে শালকের সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট৷ আর গ্রয়েথার ফ্যুর্থকে ৩-১ গোলে হারিয়ে চতুর্থ স্থানে রয়েছে বুন্ডেসলিগার সেরা দল বোরুসিয়া ডর্টমুন্ড

এএইচ / এআই (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য