1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ন্যুর্নব্যার্গকে ৩-০ গোলে হারিয়ে এগিয়ে গেল মাইনৎস

২৭ নভেম্বর ২০১০

জার্মানির ফুটবল লিগ বুন্ডেসলিগা বেশ জমে উঠেছে৷ চলতি মরশুমের ১৪তম দিনে এফএসভি মাইনৎস ০৫’ ৩-০ গোলে জিতে ৩০ পয়েন্ট অর্জন করল৷

https://p.dw.com/p/QJjL
ছবি: dapd

যে কোনো ফুটবল লিগের মত বুন্ডেসলিগায়ও হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলে৷ একটি ম্যাচে পরাজয় মানেই পিছিয়ে পড়া৷ যেমন ঘরের মাঠেই পর পর দু'টি ম্যাচে হেরে মাইনৎস'এর এই অবস্থা হয়েছিল৷ শুক্রবারের জয়ের ফলে মোট ৩০ পয়েন্ট অর্জন করে এবার তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে গেল এই ক্লাব৷ তালিকার শীর্ষে রয়েছে বরুসিয়া ডর্টমুন্ড৷ শনিবার তারা খেলবে বরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখ'এর বিরুদ্ধে৷

শুক্রবারের জয়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেললেন মাইনৎস'এর কোচ টোমাস টুখেল৷ খেলার আগে তাঁর মনে জয়ের আশা থাকলেও ৩-০ গোলে জয় হবে, এতটা ভাবতে পারেন নি৷ এই ব্যবধান দলকে বাড়তি উৎসাহ যোগাবে বলে আশা করছেন তিনি৷

এদিকে আরেকটি খবর জার্মানির ফুটবল জগতে সবার মুখে মুখে৷ ফুটবল সম্রাট ফ্রানৎস বেকেনবাউয়ার ফিফার পরিচালন কমিটি থেকে অবসর নেওয়ার পর যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা পূরণ করতে প্রার্থী হচ্ছেন জার্মান ফুটবল ফেডারেশনের প্রধান টেও সোয়ানসিগার৷ ২০১১ সালের ২২শে মার্চ ফিফায় ইউরোপের প্রতিনিধিত্ব করতে এগিয়ে আসবেন তিনি৷ সবার সমর্থন পেলে বেকেনবাউয়ারের আসনে বসবেন জার্মানিরই সোয়ানসিগার৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আরাফাতুল ইসলাম