1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পণ্যের প্রচারে তারকার দায়বদ্ধতা

নোমান মোহাম্মদ
৩ সেপ্টেম্বর ২০২১

পণ্যমূল্য আর তারকামূল্য৷ দুটো তো আলাদা বিষয়৷ যখন তা মেলে এক মোহনায়, বেশিরভাগ সময়ই পণ্যের ব্র্যান্ড ভ্যালু বেড়ে যায়৷ কিন্তু কখনো কখনো যে তাতে কমে যেতে পারে তারকার মূল্য, সেটি তারা ভাবেন?

https://p.dw.com/p/3zsk6
Symbol Werbung Times Square, New York City, USA
ছবি: Imago/robertharding

অর্থের বিনিময়ে হরেদরে পণ্যের প্রচার-প্রসারে কি সম্পৃক্ত হওয়া উচিত তারকাদের? সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বেশ কিছু ঘটনায় প্রশ্নটি সামনে চলে আসছে যে!

বাংলাদেশের বিনোদন জগতের বড় দুই তারকা তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা৷ নিজস্ব ভক্তকূলের পাশাপাশি দম্পতি হিসেবেও ছিলেন তুমুল জনপ্রিয়৷ প্রায় ১১ বছরের সংসারজীবনের ইতি টানেন ২০১৭ সালে৷ এরপর থেকে দুজনের আলাদা পথ৷ সে পথটি চার বছর পর এক অর্থে এক করেছিল ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি৷

এ বছরের মে মাসে ফেসবুক লাইভে একসঙ্গে উপস্থিত হন মিথিলা-তাহসান৷ ইভ্যালির উদ্যোগে৷ ই-কমার্স প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে৷বিচ্ছেদের চার বছর পর দুজনের যৌথ উপস্থিতি ভক্তদের মধ্যে আলোড়ন তোলে প্রবল৷ তবে সেখানে তো আর নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলতে হাজির হননি তারা৷ বরং ওই ইভ্যালির গুণগানের জন্য৷ তাতে এই ই-কমার্স প্রতিষ্ঠানটির প্রতি গ্রাহক কিংবা ভোক্তাদের আস্থার জায়গা তৈরি হয়েছে ব্যাপকভাবে৷

পরবর্তীতে যে ইভ্যালির প্রতি অনাস্থা, তাতে কি তাই দায় এড়াতে পারেন তাহসান-মিথিলা? কিংবা তাদের মতো আরো যেসব তারকা যুক্ত হয়েছিলেন ওই প্রতিষ্ঠানটির সঙ্গে?

‘প্রতারিত' কিংবা অনিশ্চয়তায় থাকা গ্রাহকরা তাহসান-মিথিলাকে ‘খুঁজে' পাবেন কোথায়! তুলনায় মাশরাফি বিন মর্তুজা সহজপ্রাপ্য৷ অন্য আরেকটি ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের শুভেচ্ছাদূত হয়েছিলেন তিনি৷ যখন ওই প্রতিষ্ঠানের ভোক্তারা নিজেদের প্রতারিত ভাবতে শুরু করলেন, ঠিকই খুঁজে বের করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়কের বাড়ি৷ সেখানে শত শত লোকের স্লোগানে, হট্টগোলে বিতিকিচ্ছিরি অবস্থা৷

ততদিনে শুভেচ্ছাদূত হিসেবে ই-অরেঞ্জের সঙ্গে মাশরাফির চুক্তির মেয়াদ শেষ৷ কিন্তু দায়িত্বের শেষ ভেবে দায় এড়াননি৷ অনিশ্চয়তায় থাকা মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন; সাহসের পাশাপাশি পরামর্শ দিয়েছেন সাধ্যমতো৷ কিন্তু অর্থের বিনিময়ে এমন পণ্যের শুভেচ্ছাদূত হওয়ায় নিজের ভাবমূর্তিতে কি কালি লাগেনি মাশরাফির?

‘ইভ্যালি নিয়ে কথাবার্তা উঠেছে, তখন তাদের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আর ছিল না’

পণ্যের প্রচারে প্রতিষ্ঠানগুলো তারকাদের পেছনে ছোটে৷ অর্থের বিনিময়ে শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেন তারা৷ পৃথিবী জুড়েই এমনটা হয়ে থাকে৷ কিন্তু যে পণ্যটির বিজ্ঞাপন করছেন, সেটি নিজে কতটা ব্যবহার করেন কিংবা তা জনস্বার্থের জন্য ক্ষতিকর কিনা -- এমনটা ভেবে দেখার চল কি রয়েছে বাংলাদেশে? সংকটটা তৈরি হয় সেখানেই৷

অথচ পৃথিবীতে অমন উদাহরণ রয়েছে ভুড়ি ভুড়ি৷ ক্রিশ্চিয়ানো রোনালদো তাই ইউরোর সংবাদ সম্মেলনে টেবিলে থাকা কোকাকোলার বোতল সরিয়ে পানি পানের আহবান জানান৷ কারণ, স্বাস্থ্যসচেতন এই ফুটবলার শরীরের জন্য ক্ষতিকর কোমল পানীয় নিজে পান করেন না৷ তার ওই হাত দিয়ে দুটো বোতল সরিয়ে দেয়ায় কোকাকোলার বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির খবর আসে সংবাদে৷ পাশাপাশি রোনালদোর কোটি কোটি ভক্ত-সমর্থক তো কোমল পানীয়ের ক্ষতিকর দিকটি সম্পর্কে ঠিকই সচেতন হয়৷

আবার ধরুন অমিতাভ বচ্চনের কথা৷  বলিউডের এই মেগাস্টার দীর্ঘ সময় ধরে ছিলেন আরেক কোমল পানীয় পেপসির শুভেচ্ছাদূত৷ সেখান থেকে কিভাবে নিজেকে সরিয়ে নেন, ছোট্ট একটি মেয়ের ছোট্ট এক প্রশ্নের জবাব দিতে না পেরে৷ জয়পুরের এক স্কুলছাত্রী তাকে প্রশ্ন করেছিলেন, ‘আপনি কোমল পানীয় কেন প্রোমোট করেন, যেখানে আমার শিক্ষক বলছেন, এটি বিষ?' এর তাৎক্ষণিক উত্তর ছিল না অমিতাভের কাছে৷ তবে আত্মোপলব্ধিতে পেপসির সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন ঠিকই৷

আবার তারকা তো শুধু ব্যক্তি নয়, অনেক সময় প্রতিষ্ঠানও৷ যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)৷ মাস ছয়েক আগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে জাতীয় ক্রিকেট দলের জার্সির স্পন্সর হিসেবে নিয়েছিল তারা৷ চুক্তিভুক্ত ক্রিকেটারদের কোনো পণ্যের সঙ্গে সংযুক্ত হতে হলে বোর্ড থেকে অনুমোদন নিতে হয়৷ প্রতিষ্ঠান হিসেবে বিসিবির কি নিজস্ব কোনো নীতিমালা রয়েছে? বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন দিলেন এর উত্তর, ‘‘আমাদের স্ট্যান্ডার্ড একটা প্র্যাকটিস, অ্যাকর্ডিং টু দ্য ল অব দ্য ল্যান্ড আমরা অ্যালকোহল, টোবাকো, গ্যাম্বলিং এ সমস্ত প্রতিষ্ঠানের স্পন্সরশিপ নিতে পারবো না৷ এর বাইরে এ ধরনের আলাদা কোনো গাইডলাইন নেই৷ আমরা যাদের স্পন্সরশিপ নেবো, তারা সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী নিবন্ধিত কিনা, সেটিই দেখি৷ আর বেশিরভাগ সময় সুপরিচিত ব্র্যান্ডগুলোই তো আমাদের স্পন্সর হয়৷''

কিন্তু সুপরিচিত ব্র্যান্ডের ফাঁকে তো ইভ্যালির মতো প্রশ্নবিদ্ধ প্রতিষ্ঠানও যুক্ত হয়ে যায়৷ এ বছরের ফেব্রুয়ারি-মার্চে জাতীয় দলের নিউজিল্যান্ড সফরে জার্সির স্পন্সর ছিল তারা৷ তাতে ভুল কিছু দেখছেন না নিজাম উদ্দিন, ‘‘যখন ইভ্যালি নিয়ে কথাবার্তা উঠেছে, তখন তাদের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আর ছিল না৷''

তাতে কি দায় এড়ানো যায়? ইভ্যালির অভিজ্ঞতা থেকে ভবিষ্যতে কি অন্যভাবে ভাববে বিসিবি? ‘‘অবশ্যই, এটা সবসময়ই থাকবে৷ আগেও ছিল; এখনো আছে৷ এখন জানা যাচ্ছে যে, এই প্রতিষ্ঠান দ্বারা কিছু অনিয়ম হয়তো হয়েছে৷ তবে এখনকার মতো অবস্থা কিন্তু আগে ইভ্যালির ছিল না৷ অনেক অনেক পার্থক্য৷ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে এই কোভিড সিচুয়েশনের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠানের ব্র্যান্ড বা প্রোডাক্টই (স্পন্সরশিপে) আসছে৷ ভারতের ক্রিকেট দলেও সেটি হচ্ছে''-- বলেছেন বিসিবির সিইও৷

তারকাদের অনুসারী আছেন লাখো কোটি৷ ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান হিসেবেও৷ অর্থের বিনিময়েই তো শুভেচ্ছাদূত হন তারা, কিংবা নেন স্পন্সরশিপ৷ কিন্তু আগ-পিছ না ভেবে অমনটা করা হলে অনেক সময় যে তা বুমেরাং হতে পারে, সাম্প্রতিক ঘটনাবলীতে সে ‘শিক্ষা'টা হলো কি?