পরিতৃপ্ত হওয়ার কারণ নেই
২ ফেব্রুয়ারি ২০১৬রিপাবলিকান ককাস থেকে যে খবর এসেছে সেটা ভাল নয়৷ এর কারণ মূলত দুটি৷ প্রথমত, যে ব্যক্তি লজ্জাকরভাবে নারীদের অবমাননা করেন, যিনি মুসলিমবিরোধী এবং যিনি মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্তে উঁচু দেয়াল তৈরি করতে চান, তিনি ২৪.৩ শতাংশ ভোট পেয়েছেন৷ অনেকে হয়ত শান্তি পাচ্ছেন এই ভেবে যে, ট্রাম্প অন্তত প্রথম হওয়ার মতো ভোট পাননি৷ তবে বর্ণবাদী ও নারীবিদ্বেষী বক্তব্য দিয়ে যে তিনি দ্বিতীয় হয়েছেন সেই বিষয়টিও উদ্বেগের৷
আইওয়া ককাসের আগে হিলারি ক্লিনটন ও ট্রাম্পকে নিয়ে এত লেখালেখি হয়েছে যে, অন্য যাঁরা প্রতিদ্বন্দ্বী আছেন তাদের কর্মসূচি সম্পর্কে খুব একটা প্রচার হয়নি৷ আর এই বিষয়টিই উদ্বেগের দ্বিতীয় কারণ৷ টেড ক্রুজ হলেন একজন কট্টরপন্থি ইভানজেলিক্যাল খ্রিষ্টান, যিনি সমকামী ও মুসলিমদের মতো সংখ্যালঘুদের বিরুদ্ধে স্পষ্টভাবে তাঁর মত প্রকাশ করেছেন৷ গর্ভপাতের অধিকারের বিরুদ্ধেও তিনি সোচ্চার৷ প্রেসিডেন্ট হলে তিনি ইরান চুক্তি ও ‘ওবামাকেয়ার' বাতিল করার অঙ্গীকার করেছেন৷ ককাসের ছোট্ট এক জিমখানায় সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তব্যে ক্রুজ ঘোষণা করেন, প্রেসিডেন্ট হলে তিনি জেরুসালেমকে ইসরায়েলের বৈধ রাজধানী হিসাবে স্বীকৃতি দেবেন৷
ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে হয়ত এতটুকু আশা করা যায় যে, তাঁর ব্যবসায়িক বুদ্ধির কারণে তিনি হয়ত দায়িত্ব পেলে বড় ধরণের বিশৃঙ্খলা তৈরি হতে পারে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন৷
ডেমোক্র্যাটিক ককাস
বার্নি স্যান্ডার্সের সাফল্য হিলারি ক্লিনটনের জন্য দুশ্চিন্তা বয়ে আনবে৷ যদিও স্যান্ডার্সের কট্টর সমর্থক ছাড়া অন্য কেউ হয়ত বিশ্বাস করেন না যে, স্যান্ডার্স ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন পেতে পারেন৷ কারণ তাঁর পরিকল্পনাগুলো সমৃদ্ধ নয়৷ বিশেষ করে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তিনি ক্লিনটনের আশেপাশেও নেই৷ সাম্প্রতিক বিতর্কগুলোতে সেটা আরও স্পষ্ট হয়েছে৷ ক্লিনটনকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, তাঁকে তাঁর উদারনীতি বজায় রাখতে হবে৷
নির্বাচনি প্রচারণা কেবল শুরু হয়েছে৷ দিন দিন এটি আরও ‘নোংরা' হবে৷ আইওয়ায় গত কয়েকদিনের ঘটনায় তা আরো স্পষ্ট হয়েছে৷
বন্ধু, আপনি কি ইনেস পোলের সঙ্গে একমত? জানান নীচে, মন্তব্যের ঘরে৷