পশ্চিমবঙ্গের লোকাল ট্রেনে টিভি
কলকাতা শহরতলির ট্রেনে বসেই টিভি দেখতে পারবেন যাত্রীরা। খবর, বিনোদনের সঙ্গে রেলের তথ্য ভেসে উঠবে টিভির পর্দায়।
প্রতি কামরায় চারটি টিভি
শহরতলির ট্রেনের প্রতিটি কামরায় থাকছে ২৮ ইঞ্চির চারটি করে টিভি সেট। মেট্রো স্টেশনে টেলিভিশন থাকলেও শহরতলির ট্রেনে এই প্রথম টিভি বসলো।
হাওড়ায় সূচনা
সোমবার সকাল ১১টায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই প্রকল্পের সূচনা করেন পূর্ব রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মণীশ জৈন। হাওড়া থেকে ব্যান্ডেলগামী একটি লোকাল ট্রেনে এই পরিষেবার উদ্বোধন করা হয়।
আপাতত ৫০ ট্রেনে
মণীশ জৈন জানিয়েছেন, আপাতত ৫০টি ট্রেনে এই ধরনের টিভি বসানো হয়েছে। এর আগে মুম্বই ও মহিশূরে শহরতলির ট্রেনের কামরার টিভি লাগানো হলেও পূর্ব ভারতে এই প্রথমবার লোকাল ট্রেনের কামরায় টিভি বসানো হলো।
বেসরকারি সংস্থাকে দায়িত্ব
একটি বেসরকারি সংস্থাকে পাঁচ বছরের জন্য বরাত দেওয়া হয়েছে। তারা নিজের খরচে টিভি বসাবে। টিভিতে যে অনুষ্ঠানগুলি দেখানো হবে, তার ৭০ শতাংশই ওই বেসরকারি সংস্থাটির। বাকি ৩০ শতাংশে রেলের নানা তথ্য থাকবে।
বিধি মেনে
টিভিতে প্রদর্শিত সকল অনুষ্ঠানই বিধি মেনে হবে। বিজ্ঞাপন দেখানো হলেও মাদক বা নেশার জিনিসের বিজ্ঞাপন কখনোই নয়। এই টিভিগুলির রক্ষাণাবেক্ষণের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার ডিরেক্টর ন্যায়জ্ঞ সোলাঙ্কি জানিয়েছেন, অনুষ্ঠান মুম্বই অফিস থেকে ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। তাদের ভাগের ৭০ শতাংশে তারা বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি বিজ্ঞাপনও চালাবেন।
রেলের লাভ
ওই বেসরকারি সংস্থাটি রেলকে প্রতিবছর ৫০ লাখ টাকা করে দেবে। এটা রেলের লাভ। আর যাত্রীদের লাভ, তারা যাত্রাপথে টিভি দেখতে পারবেন।
চালকের কথা
সোমবার সকাল ১১টায় ব্যান্ডেলগামী ট্রেনটি ছাড়ার আগে চালক শ্রী বিশ্বজিৎ সিংহ রায় বলেন, এটা একটা দারুণ জিনিস হলো। সাধারণ মানুষ সারাক্ষণ মোবাইল থেকে চোখ সরিয়ে টিভির দিকে চোখ রাখার সুযোগ পেল।
কার্টুন দেখতে চায় রাইসা
বাগনান থেকে বাবা-মায়ের সঙ্গে আসা খুদে রাইসার দাবি, এই টিভিতে কার্টুনও দেখাতে হবে। কার্টুন দেখতে পেলেই তার ভালো লাগবে।
সিরিয়াল দেখতে চান রিতা
খড়্গপুরের রিতা পাল আশায় রয়েছেন, তার পছন্দের বাংলা টিভি সিরিয়াল দেখা যাবে। সিরিয়াল তিনি ট্রেনে বসেই দেখে নিতে পারবেন।
খেলা দেখানোর দাবি
হাওড়ার শুভাশিস আর শঙ্খদীপ মজা করে বললেন, ''যাক এখানে ক্রিকেট ফুটবল দেখালে মোবাইলের ব্যাটারি বেঁচে যাবে।''