কিশোররা কেন গ্যাংস্টার?
১২ জানুয়ারি ২০১৭শুধু তাই নয়, এলাকার প্রত্যেকটি গ্রুপের নাকি নিজস্ব ফেসবুক গ্রুপ রয়েছে, যেখানে তারা পরবর্তীতে কাকে ‘টার্গেট' করা হবে, কাকে আক্রমণ করা হবে – সে সম্পর্কে ‘পোস্ট' দিয়ে থাকে৷ এ সব ভয়ংকর তথ্যের সবটাই উঠে এসেছে পুলিশি তদন্ত থেকে৷
আদনানের মৃত্য, পুলিশি তদন্তের ফলাফল
গত ৬ জানুয়ারি সন্ধ্যায় উত্তরার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আদনান কবিরকে খেলার মাঠে হকিস্টিক দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়৷ পরে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ এ ঘটনায় আদনানের সমবয়সি ন'জন কিশোরকে আসামি করে মামলা হয়৷ পুলিশ অবস্য এরইমধ্যে তিনজন কিশোরকে আটক করেছে৷
পুলিশি তদন্তে বেরিয়ে আসে যে, আদনান তার প্রতিপক্ষ গ্রুপের হাতে খুন হয়েছে৷ আদনানের গ্রুপের সদস্যরা এরইমধ্যে ফেসবুকে ‘পোস্ট' দিয়ে আদনান হত্যার প্রতিশোধ নেয়ার কথা জানিয়েছে৷ পুলিশ জানায়, উত্তরা এলাকায় কিশোরদের অন্তত পাঁচটি কথিত গ্যাং-এর কথা তারা জানতে পেরেছে৷ আদনান নিজে নাকি ‘নাইন স্টার' গ্রুপের সদস্য৷ এছাড়াও যে গ্রুপগুলোর নাম পুলিশ জানতে পেরেছে তারা হলো – বিগবস, ডিসকো বয়েজ উত্তরা, পাওয়ার বয়েস উত্তরা এবং নাইনএমএম বয়েজ উত্তরা৷
উত্তরা থানার ইন্সপেক্টর (অপারেশন) শাহ আলম জানান, ‘‘ঐ দিন খেলার মাঠে যারা সিনিয়র ছিল তাদের সঙ্গে বাইরের এক গ্রুপের সঙ্গে বিরোধ ছিল৷ তাদের মধ্যে কথা কাটাকাটিতে এক সময় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়৷ এ সময় গ্রুপের বড় সদস্যরা দৌড়ে পালিয়ে গেলেও, আদনান পালাতে পারেনি৷ প্রতিপক্ষ গ্রুপ তাই আদনানকেই পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে৷'' পুলিশের ধারণা, ডিসকো গ্রুপের সদস্যরাই আদনানকে হত্যা করেছে৷
এই ঘটনা নিয়ে অনুসন্ধান করেছেন সাংবাদিক উদিসা ইসলাম৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘কিশোরদের এই গ্রুপগুলো গঠিত হয়েছে এলাকার দখল বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে৷ এরা গ্রুপ ধরে চলে এবং অন্য গ্রুপগুলোকে চাপে রাখতে চায়৷ এরা দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্রও ব্যবহার করে৷''
তাঁর কথায়, ‘‘এর সবাই উচ্চবিত্ত পরিবারের সন্তান৷ এরা যে চাঁদাবাজি বা টাকা-পয়সার জন্য এটা করে, তা নয়৷ এরা চাইলেই তাদের পরিবারের কাছ থেকে টাকা-পয়সা পায়৷ এরা এটা করে ক্ষমতা ও প্রভাব দেখানোর জন্য৷ আশ্চর্যের বিষয়, অভিভাবকরা এ সব জানলেও এতদিন তা চেপে রেখেছিল৷''
নিহত আদনান কবিরের বাবা কবির হোসেন একজন ব্যবসায়ী৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমার ছেলেটা শারীরিকভাবে দুর্বল ছিল৷ তবে সে ভালো ছাত্র ছিল৷ জেএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছিল৷ শুক্রবার সে ব্যাডমিন্টন খেলতে গিয়েছিল মাঠে৷ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার ওপর আক্রমণ হয়৷ আদনান একা ছিল না৷ তার সঙ্গে আরো চার-পাঁচজন ছিল৷ কিন্তু তারা পালাতে পারলেও, আমার ছেলেটা পারেনি৷''
তিনি আরো বলেন, ‘‘আমার ছেলেকে যারা হত্যা করেছে, তারা সবাই তার চেয়ে বয়সে বড়৷ তাকে কেন হত্যা করা হয়েছে তা আমরা প্রথমে বুঝতে পারিনি৷ তবে এখন জানতে পেরেছি যে, উত্তরায় নাকি নানা নামে গ্রুপ আছে৷ তবে আমার ছেলে কোনো গ্রুপের সদস্য ছিল কিনা, তা আমি জানি না৷ সে আমাকে কখনো বলেনি যে সে হুমকির মুখে আছে৷''
জানা গেছে শুধু উত্তরা নয়, ঢাকার প্রায় প্রতি এলাকাতেই এরকম ছোট ছোট গ্রুপ আছে৷ কিশোর বা উঠতি বয়সের ছেলেরাই এইসব গ্রুপের সদস্য৷ এরা মূলত নিজেদের এলাকায় দাপটের সঙ্গে চলার জন্যই এই গ্রুপগুলো গঠন করে৷ এদের অধিকাংশই উচ্চবিত্ত পরিবারের সদস্য৷ এরা সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব সক্রিয়৷ গ্রুপের নামে ফেসবুক পেজও খোলে এরা৷ সেখানে নিজেদের অভিযান বা তৎপরতার খবর ও ছবি ‘পোস্ট' করে৷ গ্রুপের নতুন সদস্যদের নামও প্রকাশ করে থাকে এরা৷ হুমকি দেয় প্রতিপক্ষ গ্রুপকে৷ গত বছরের মার্চ মাসে ধানমন্ডির একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র জুনায়েদ তার দলবল নিয়ে প্রতিপক্ষ কিশোর নুরুল্লাহকে মারপিট করে তার ভিডিও ফেসবুকে ‘পোস্ট' করেছিল৷ এ ঘটনা নিয়ে তখন ব্যাপক হইচই হয় এবং পুলিশ জুনায়েদকে আটক করে৷
জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিউটের অধ্যাপক ডা. তাজুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘এটা ইন্টারনেট এবং আধুনিক তথ্য প্রযুক্তির নেতিবাচক প্রভাব৷ পশ্চিমা বিশ্বের আদলে এখানে এখন কিশোররা ‘গ্যাং' গঠন করছে৷ এরা সকলেই ‘গ্যাং স্টার' হতে চায়৷ প্রধাণত চারটি কারণে এরা এটা করে৷ ক্ষমতা, সমীহ আদায়, খারাপ কাজ করা এবং এক ধরনের ‘প্রটেকশন'-এর জন্য৷ এটা স্বাভাবিকভাবেই ভয়াবহ এবং আতঙ্কের খবর৷''
তাঁর কথায়, ‘‘এর দায় নিতে হবে পরিবার ও সমাজকে৷ সন্তান কোথায় যায়, কী করে, তা তাদের জানতে হবে৷ সন্তান চাইলেই তাকে সবকিছু দেয়া যাবে না৷ তাছাড়া সমাজে নানা সুশীল গ্রুপ আছে, সোসাইটি আছে৷ তাদের চোখের সামনেই তো গ্যাংগুলো বেড়ে উঠছে৷ তাহলে তাদের থাকার দরকার কী? তার ওপর আইন-শৃঙ্খলা বাহিনী জেনেও না জানার ভান করে থাকে৷ কারণ এরা উচ্চবিত্ত বা ক্ষমতাধর পরিবারের সন্তান৷''
বন্ধু, কিশোর বা উঠতি বয়সের ছেলেদের মধ্যে ‘গ্যাং স্টার’ হওয়ার এই প্রবণতা আপনি কীভাবে দেখছেন? লিখুন নীচে, মন্তব্যের ঘরে৷