1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পানির নীচে শুটিং করার অভিনব স্টুডিও

২৮ এপ্রিল ২০২৩

চলচ্চিত্রের পর্দায় উত্তাল সমুদ্র, পানির নীচে অ্যাকশন দেখলে মনে বেশ রোমাঞ্চ জাগে৷ কিন্তু এমন দৃশ্যের শুটিং মোটেই সহজ নয়৷ বেলজিয়ামে এক অভিনব স্টুডিও সেই কাজ অনেক সহজ করে তুলছে৷

https://p.dw.com/p/4QeuU
প্রতীকী ছবিছবি: Oli Scarff/AFP

দেখলে সহজ মনে হলেও পানির নীচে ভিডিও তোলা বাস্তবে বেশ কঠিন কাজ৷ এর জন্য বিশেষজ্ঞ জ্ঞানের প্রয়োজন৷ বেলজিয়ামের অনেক মানুষ পানির উপর বা নীচে ভিডিও ক্যামেরা চালাতে ওস্তাদ৷ এমনকি সেখানেই বিশ্বের সবচেয়ে উন্নত ‘ওয়াটার স্টুডিও' রয়েছে৷ দশ মিটার গভীর সেই পুলের মেঝে ওঠানামা করা যায়, স্পেশাল এফেক্টের ব্যবস্থাও রয়েছে৷

উপযুক্ত আবহাওয়ার জন্য অপেক্ষা করে বিরক্ত এক ক্যামেরাম্যান ও ডুবুরি এমন সমাধানসূত্র সৃষ্টি করেছেন৷ স্টুডিওর মালিক ভিম মিশিয়েল্স বলেন, ‘‘কখনো একটি মাত্র এফেক্টের জন্য দিনের পর দিন পানির মধ্যে অপেক্ষা করতে হয়েছে৷ সঙ্গে আরও ৫০ জনকেও অপেক্ষা করতে হয়েছে৷ তখন মনে হলো, অনেক হয়েছে আর নয়৷ নিশ্চয় আরো ভালো উপায় রয়েছে৷''

সেই চিন্তা থেকেই বেলজিয়ামের ছোট শহর ফিলফোর্ডে শহরে ‘লাইটস স্টুডিও' সৃষ্টি হলো৷ বাইরে থেকে অবশ্য কিছু বোঝার জো নেই৷

স্টুডিওর পুল প্রযুক্তিতে ভরা৷ ঝড় সৃষ্টি করা যায়৷ কয়েক মিটার উঁচু ঢেউ, মুষলধারে বৃষ্টিও কোনো সমস্যা নয়৷ স্টান্টম্যানরা সেই পরিস্থিতিতে কেরামতি দেখিয়ে শ্রদ্ধার পাত্র হন৷ স্টান্টম্যান হিসেবে জেপি ডে কাম মনে করিয়ে দেন, ‘‘এই ঢেউ কিন্তু মোটেই সহজ নয়৷ মনে হতে পারে, উপরে মাথা তুলে নিঃশ্বাস নেওয়া যায়৷ কিন্তু তখনই অন্য ঢেউ আছড়ে পড়ে৷ নাকে পানি ঢুকে যায়৷ শান্ত থাকতে হয়, মনে আতঙ্ক এলে চলবে না৷ ঝোড়ো বাতাস, বিকট শব্দ, উঁচু ঢেউয়ের পাশাপাশি বিশাল জলকামান থেকেও পানির ধাক্কা আসে৷ সেই অবস্থায় সাঁতার কাটা আরও কঠিন৷''

পানির নীচের দৃশ্য শুট করে যে স্টুডিও

স্টান্টম্যান হিসেবে জেপি অত্যন্ত শক্তপোক্ত মানুষ৷ ফলে স্টুডিওর পরিবেশে তাঁকে কতটা চাপ সামলাতে হয়, তা কল্পনা করা কঠিন নয়৷ নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় ও অনেক কর্মীর সহায়তায় এফেক্ট যথেষ্ট নিরাপদ করার ব্যবস্থা থাকলেও অলিম্পিকের মাপের পুলে ৬০ লাখ লিটার পানি সামলানো বেশ কঠিন কাজ৷

সৌর প্যানেল ও অন্য পরিবেশবান্ধব উপায়ে পানির তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস রাখা হয়৷ দীর্ঘ শুটিংয়ের জন্য সেই তাপমাত্রা মনোরম হলেও অন্য সমস্যা রয়েছে৷ ডুবুরি ও অভিনেতা ক্রিস্টফ ক্যোনেন বলেন, ‘‘আমরা অভিনেতাদের এমন পরিস্থিতির জন্য প্রস্তুত করি৷ উপায় থাকলে প্রোডাকশনের আগেই তা শুরু হয়৷ তাদের নিঃশ্বাসপ্রশ্বাসের কৌশল শেখাই, শান্ত থাকার উপায় বলি এবং পানির নীচে স্কুবা ডাইভিংয়ের সময়ে কীভাবে মুখ দিয়ে বাতাস নেওয়া যায়, তাও সেখাই৷ অভিনেতাদের ভালো করে প্রস্তুত করলে অনেক সময় বাঁচে৷ কারণ এমন পরিবেশে তাঁদের জন্য এই অভিজ্ঞতা অত্যন্ত কঠিন৷''

এই স্টু়ডিওতে অনেক আন্তর্জাতিক চলচ্চিত্রের শুটিং হয়েছে৷ কলাকুশলীরা কোথায় সেই সব দৃশ্যের শুটিং করেছেন, দর্শকদের সেই ধারণা নেই৷

কর্নেলিয়া কলডেন/এসবি