পি কে হালদার পশ্চিমবঙ্গে গ্রেপ্তার: দুদক
১৪ মে ২০২২বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) সাংবাদিকদের এই তথ্য জানান বলে লিখেছে ঢাকায় ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷
দুদকের প্রধান কৌঁসুলি খুরশীদ আলম খান শনিবার বিকালে সাংবাদিকদের বলেন, ‘‘আমরা জানতে পেরেছি যে পি কে হালদারকে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়েছে৷’’
বাংলাদেশ থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) এবং তাঁর কিছু সহযোগীর পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্পত্তিতে অভিযান চালাচ্ছিল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ পি কে হালদারের সহযোগীদের মধ্যে আছেন সুকুমার মৃধা, প্রীতিশ কুমার হালদার এবং প্রাণেশ কুমার হালদার৷
আজ শনিবারও এসব অভিযান চলছে বলে জানা গেছে৷
এদের মধ্যে সুকুমার মৃধা আগে থেকেই বাংলাদেশে গ্রেপ্তার রয়েছেন৷ তিনি আর্থিক প্রতিষ্ঠানের হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনা সামনের আসার পর থেকেই পলাতক পি কে হালদারের ব্যক্তিগত আইনজীবী এবং তার অর্থ দেখভাল করতেন৷
আরআর/এআই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)