1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুটিনকে গালমন্দ করায় বাইডেনের বিরুদ্ধে ক্ষোভ

২৭ মার্চ ২০২২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ‘আর ক্ষমতায় থাকার যোগ্য নন', মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এ বক্তব্যের ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে মস্কোতে৷ রুশ সংসদ সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, এ বক্তব্য কূটনৈতিক আচরণের পরিপন্থি৷

https://p.dw.com/p/495nB
Belgien Brüssel | Joe Biden während NATO GIpfeltreffen
ছবি: Markus Schreiber/AP/picture alliance

শনিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশ'তে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ব্যাপক নিন্দা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ এক বক্তব্যে পুটিনকে ‘কসাই', ‘যুদ্ধাপরাধী', ও ‘খুনি' বলে উল্লেখ করেন তিনি৷ বলেন, ‘‘একজন একনায়ক, যিনি সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠায় নেমেছেন, কখনো স্বাধীনতার জন্য মানুষের ভালোবাসাকে মুছে দিতে পারবেন না৷'' মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইউক্রেনে কখনো রাশিয়া জয়লাভ করতে পারবে না৷ 

এক পর্যায়ে বাইডেন বলেন, ‘‘ঈশ্বরের দোহাই লাগে, এই মানুষটি (ভ্লাদিমির পুটিন) আর ক্ষমতায় থাকার যোগ্য নন৷''

পুটিনের এসব বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেয়া শুরু হয়েছে মস্কোতে৷ রাশিয়ার সংসদের উচ্চকক্ষের বৈদেশিক সম্পর্ক কমিটির প্রধান সেনেটর কনস্টান্টিন কোসাচেভ বাইনের বক্তব্যকে অপরাধের চেয়েও জঘন্য বলে উল্লেখ করেছেন৷ তিনি বলেন, ‘‘আগে মার্কিন প্রেসিডেন্টদের কথায় ওজন ছিল, এখন আর তা নেই৷''

রাশিয়ান সংসদ নেতা ভিয়াচেশ্লাভ ভলোদিন মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য কূটনৈতিক শিষ্ঠা বিবর্জিত বলে উল্লেখ করেছেন৷ তিনি বলেন, ‘‘বাইডেন দুর্বল, অসুস্থ ও অসুখি৷ অ্যামেরিকার জনগণের তাদের প্রেসিডেন্টের কাজে লজ্জিত হওয়া উচিত৷ তিনি সম্ভবত অসুস্থ৷ তার শারীরিক পরীক্ষা প্রয়োজন৷''

এদিকে, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে হোয়াইট হাউস৷ সেখানে বলা হয়েছে, রাশিয়ায় ক্ষমতার পরিবর্তন বা পুটিনকে সরিয়ে দেয়ার উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট বক্তব্য দেননি৷

‘‘প্রেসিডেন্টের বক্তব্যের উদ্দেশ্য ছিল, প্রতিবেশী দেশ বা অঞ্চলে পুটিনের এভাবে ক্ষমতার ব্যবহার মেনে নেয়া যায় না,'' এক মুখপাত্র বলেন৷

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রোববার ইসরায়েলে বলেন, ‘‘রাশিয়া বা অন্য কোথাও ক্ষমতার পরিবর্তন ঘটানো আমাদের কৌশল নয়৷''

মস্কো কিছুদিন আগে সতর্ক করে বলেছিল যে, অ্যামেরিকার সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক একেবারে ভঙ্গুর পর্যায়ে৷

এদিকে, পুটিনকে ‘কসাই' বা ক্ষমতাচ্যুত করা নিয়ে বাইডেনের বক্তব্যকে খারিজ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷ তিনি বলেন, যুদ্ধ বন্ধ এবং রাশিয়ার সৈন্যদের ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক পর্যায়ের আলোচনার পথ খোলা প্রয়োজন, বন্ধ করা নয়৷

জেডএ/এডিকে (ডিপিএ, এএফপি)