1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বিপাকে সবুজ দল

২৫ জুন ২০১৭

জলবায়ু পরিবর্তন নিয়ে রমরমা আলোচনার এই যুগেও ক্রমে জনপ্রিয়তা কমছে জার্মানির সবুজ দলের৷ বর্তমানে জনপ্রিয়তা ৫ শতাংশের বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে, যা গত ১৫ বছরে সর্বনিম্ন৷

https://p.dw.com/p/2fFxK
Deutschland Parteitag der Grünen im Velodrom in Berlin
সবুজ দলের কেন্দ্রীয় কংগ্রেসে বক্তব্য রাখছেন দলের এক শীর্ষ নেতাছবি: picture-alliance/NurPhoto/E. Contini

বিশ্লেষকরা মনে করছেন, পুরাতন যে সব ইস্যু নিয়ে দলটি এক সময় মানুষের কাছে যেতো, সেগুলো এখন বড় দলগুলোর দখলে৷ এর মাঝে নতুন কোনো ইস্যু নিয়ে তারা মাঠ দখলে রাখতে পারেনি৷

২০১১ সালে ফুকুশিমা পরমাণু দুর্ঘটনার পর দলটির জন সমর্থন ২০ শতাংশ ছাড়িয়ে যায়৷ এর পরের এই ছয় বছরে রক্ষণশীল শিবিরের চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং তাঁর মহাজোট জার্মানিতে পরমাণু জ্বালানি উৎপাদন বন্ধ করার কাজ শুরু করেন৷

সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ইস্যুর পরিবর্তে নতুন কিছু আনতে না পারায় পর সাম্প্রতিক দুটো নির্বাচনে তাদের জনসমর্থন ৬ শতাংশে নেমে এসেছে৷

Infografik The Greens Party's dwindling support Englisch

সবুজ দলের সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে অধ্যাপনায় থাকা হুবার্ট ক্লাইনার্ট বলেন, জ্বালানি নীতি এখন আর বিতর্কিত ইস্যু নয়৷ সবাই এখন জলবায়ু সুরক্ষা চায়৷ বিদ্যুৎচালিত গাড়ি বিরুদ্ধেও কারও কোনো কথা নেই৷ সমস্যাটা বুদ্ধিবৃত্তিক নতুনত্বে৷ সবুজ দলের এখন নতুন এবং আকর্ষণীয় ইস্যু দরকার৷

দলটি এতটাই ইস্যু খরায় রয়েছে যে, সম্প্রতি এর চেয়ারপার্সন সংবাদপত্রে এক সাক্ষাৎকার দৈনন্দিন গৃহবর্জ্যের পৃথকীকরণ নিয়ে কথা বলেছেন৷ 

রাষ্ট্রবিজ্ঞানী উলরিশ সারসিনেলি ডয়চে ভেলেকে বলেন, তারা নিজেদের সফলতার শিকার৷ তাদের সামনে আনা বিষয়গুলো অল্প সময়ের মধ্যে মিলিয়ে গেছে৷

ইস্যু ছাড়াও সবুজ দলের আরেকটা সংকট রয়েছে৷ সেটা হচ্ছে ক্যারিশম্যাটিক নেতার অভাব৷

জার্মানির সংসদের নিম্ন কক্ষ বুন্ডেসটাগে আসন পেতে হলে সর্বনিম্ন ৫ শতাংশ ভোট পেতে হয়৷ তা না হলে দলটি সংসদে প্রতিনিধিত্ব করতে পারে না৷ সর্বশেষ জনমত জরিপ অনুসারে, তাই এই ৫ শতাংশের সীমারেখার কাছাকাছি রয়েছে তৃতীয় বৃহত্তম দল সবুজ দল৷

২০১৩ সালের সংসদ নির্বাচনে ৮ দশমিক ৪ শতাংশ ভোট পায় দলটি৷ যাতে ৬৩০ আসনের মধ্যে ৬৩ আসন তারা পায়৷ এর আগে ২০০৯ সালের নির্বাচনে ১০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছিলো দলটি৷ অন্যদিকে ২০১৩ সালের নির্বাচনে ৮ দশমিক ৪ শতাংশ ভোট পায় সবুজ দল৷ সাম্প্রতিক জনমত জরিপ বলছে, তাদের জনপ্রিয়তা ৬ শতাংশ৷ ধারাবাহিকভাবে জনপ্রিয়তা কমায় দলটি সংসদে প্রতিনিধিত্বহীন হয়ে পড়তে পারে বলেও অনেকে আশঙ্কা করছেন৷

দীর্ঘদিন যাবৎ তৎকালীন পশ্চিম জার্মানির সংসদে তৃতীয় বৃহত্তম দল হিসাবে ভূমিকা রেখেছে ফ্রি ডেমোক্র্যাটিক পার্টি (এফডিপি) বা মুক্ত গণতন্ত্রী দল৷ সর্বনিম্ন ৫ শতাংশ ভোট অর্জন করতে না পারায় ২০১৩ সালের নির্বাচনে তারা আসন পেতে ব্যর্থ হয়৷

তবে সব সমস্যা কাটিয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে পারলে সবুজ দল বড় কোনো দলের সঙ্গে জোট বেঁধে রাষ্ট্র ক্ষমতার অংশীদার হতে পারে৷