1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুরানো কন্টেইনার দিয়ে বাসা ও অফিস তৈরির উদ্যোগ

১৬ ফেব্রুয়ারি ২০২৪

বাতিল জিনিস যত বেশি কাজে লাগানো যায়, পরিবেশের জন্য সেটা ততই ভালো৷ ভারতের চেন্নাই শহরের এক নারী বাতিল শিপিং কন্টেইনার বাসা, অফিস বা ক্যাফে তে রূপান্তরিত করে একাধিক সমস্যার সমাধান করছেন৷

https://p.dw.com/p/4cTGZ
একটি কনটেইনারের ভেতরের অংশ
কনটেইনারকে ঘরে রূপান্তর করার প্রতীকী ছবিছবি: Henry Nicholls/REUTERS

এখন দেখলে বিশ্বাস না হলেও এটা কোনো এক সময়ে শিপিং কন্টেইনার ছিল৷ এখন রূপান্তর ঘটিয়ে ও সাজসজ্জা যোগ করে ভবিষ্যতের বাসিন্দার জন্য সেটি প্রস্তুত করা হয়েছে৷ ১৫ বছরেরও বেশি সময় ধরে সেটি ব্যবহার করা যাবে৷

ভানমতি ও তাঁর কোম্পানি পরিত্যক্ত কার্গো উপকরণ বাসা ও অফিসে রূপান্তর করছেন৷ ছোট করেই সেই উদ্যোগ শুরু হয়েছিল৷ স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘‘শুরুর দিকে আমরা গাছের নীচে শুধু মেরামতির কাজ করতাম৷ আমাদের একটা ওয়েল্ডিং ও কাটিং মেশিন ছিল৷ শুধু আমি, আমার স্বামী ও একজন ওয়েল্ডার ছিলাম৷ তারপর কন্টেইনারের অর্ধেক অংশ নিজেদের ব্যবহারের জন্য সাজিয়ে তুললাম৷ আলো আর পাখা লাগিয়ে আমাদের মাথায় ব্যবসার আইডিয়া এলো৷ এই সব কন্টেনার দিয়ে থাকার জায়গা তৈরি করার সংকল্প নিলাম৷''

শিপিং কনটেইনারে বাঁধিবো বাসা

ভানমতি চেন্নাই ও তুতুকুড়ি বন্দর থেকে বাতিল শিপিং কন্টেনার সংগ্রহ করেন৷ তাঁর টিম সব ক্ষয়ক্ষতি মেরামত করে মরচে প্রতিরোধ করতে এক স্তর ‘প্রোটেকটিভ কোটিং' বা রং লাগায়৷ তারপর গ্রাহকের বায়না অনুযায়ী কন্টেনারগুলি সাজানো হয়৷ ভানমতি বলেন, ‘‘মানুষ তাদের কন্টেইনার অর্ডার করতে এলে মনে হয় যেন তারা পারিবারিক পিকনিকে যাচ্ছেন৷ প্রথমদিকে পুরুষরাই সব সিদ্ধান্ত নিতেন৷ আজকাল মা, মেয়ে, বউ, শাশুড়ি, অর্থাৎ, পরিবারের মেয়েরাই ডিজাইন সংক্রান্ত সিদ্ধান্ত নিচ্ছেন৷ তারাই রং, অভ্যন্তরীণ ফিচার, জানালা, টেবিল – সবকিছু বাছাই করেন৷''

বাতিল শিপিং কন্টেইনারকে বাসায় রূপান্তরিত করতে প্রায় ২০ দিন সময় লাগে৷ রান্নাঘর, বাথরুম, জানালা ও বিদ্যুতের লাইনসহ এমন এক বাসার দাম প্রায় তিন লাখ ভারতীয় টাকা৷

কংক্রিটের তৈরি বাসভবনের তুলনায় কিছু পরিবেশগত সুবিধাও রয়েছে৷ পরিবেশ অ্যাক্টিভিস্ট জিও দামিন বলেন, ‘‘এক কিলো সিমেন্ট উৎপাদন করতে গেলে এক কিলো কার্বন-ডাই-অক্সাইড নির্গমন ঘটে৷ ফলে লোহার রড ও সিমেন্ট দিয়ে তৈরি কংক্রিটের বাড়ি বিশাল পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড সৃষ্টি করে৷ তাছাড়া নির্মাণের ব্যয় প্রতিদিন বেড়েই চলেছে৷ ফলে মধ্য ও ক্ষুদ্র আয়ের মানুষের পক্ষে প্রচলিত বাসা কেনার সামর্থ্য কমে যাচ্ছে৷''

এই সব কন্টেনার শুধু সাশ্রয়ী বাসায় রূপান্তরিত করা যায় না৷ ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকদের জন্যও এটি আকর্ষণীয় হতে পারে৷ ক্যাফের মালিক হিসেবে রমেশ নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘‘আমি নিজের মতো করে নিজস্ব ক্যাফে চালু করতে চেয়েছিলাম৷ আমি সেটিকে অনন্য করতে চেয়েছিলাম৷ তাই আমি এই কন্টেনার বেছে নিলাম৷ সুবিধা হলো, এটিকে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়৷ গ্রাহকদের কাছেও এটি আকর্ষণীয় এবং চালানোও সহজ৷ কারণ, এখানে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের কাজ নেই, আকারে ছোট এবং পকেটের নাগালের মধ্যেই রয়েছে৷''

ভানমতি এখনো পর্যন্ত তিন হাজারেরও বেশি কন্টেইনার বাসা তৈরি করেছেন৷ বেশিরভাগ কন্টেইনারে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে, তবে কোনো ইনসুলেশন নেই৷ তিনি অদূর ভবিষ্যতে হাসপাতাল ও শপিং মল তৈরির কথাও ভাবছেন৷ কন্টেইনারের সত্যি কোনো অভাব নেই৷

সেন্থিল কুমার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান