পেশওয়ারে আবারও আত্মঘাতী হামলা, নিহত ১৯
১৯ নভেম্বর ২০০৯পেশওয়ারের এই হামলা নভেম্বর মাসে পাকিস্তানে সাত নম্বর আত্মঘাতী বোমা হামলা৷ যার পাঁচটিই হয়েছে পেশওয়ারে৷ আদালত ভবনের সামনে এই বোমা হামলাটি ঘটে৷ হামলাকারী হেঁটে আদালত ভবনের দিকে আসে৷ এসময় নিরাপত্তা কর্মী ব্যাগ দেখতে চাইলে আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়৷ পেশওয়ারের সিনিয়র শহর ব্যবস্থাপক সাহিবজাদা আনিস সাংবাদিকদের এই তথ্য জানান৷ আদালত ভবনের কাছেই শহরের সবচেয়ে বড় হোটেলটি অবস্থিত৷ যেখানে গেল জুন মাসে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়৷ একই রাস্তায় গেল সপ্তাহে একটি নিরাপত্তা সংস্থার ভবনেও বোমা হামলা হয়৷ তাই বলা চলে আত্মঘাতী হামলার সঙ্গে এই এলাকার বাসিন্দারা বেশ আগে থেকেই পরিচিত৷ তারপরও বোমা হামলার পর দ্বিতীয় হামলার আশঙ্কায় এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ১৯ ব্যক্তি নিহত হয়েছে এবং ৩৪ জন আহত হয়েছে৷ যাদের মধ্যে ৩ জন পুলিশ রয়েছে বলে নিশ্চিত করেছেন আনিস ৷ আর এমাসেই আত্মাঘাতী হামলায় মারা গেছে ১১০ জন৷ ঘটনার দায় এখনো কোন জঙ্গি সংগঠন স্বীকার না করলেও বরাবরের মতোই ধরে নেয়া হচ্ছে এটি তালেবান জঙ্গিদেরই কাজ৷
বার বার জঙ্গি হামলার পরও দেশটির সরকার অবশ্য এখনো বলছে তারা নিজেদের শক্তি দিয়েই সন্ত্রাসের মোকাবিলা করবে৷ প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বোমা হামলার পর সাংবাদিকদের জানান, পুরো জাতি সন্ত্রাসের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ৷ আর দেশটির সন্ত্রাস মোকবিলায় সক্ষম৷ গিলানি আরো বলেন, সন্ত্রাস মোকবিলার ক্ষমতা বৃদ্ধি করতে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে৷
এদিকে নিরাপত্তা কর্তৃপক্ষ বলছে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে যেখানে তালেবান জঙ্গিদের শক্ত ঘাঁটি সেখানে চালক বিহীন বিমান ড্রোন থেকে মিসাইল হামলা চালানো হয় বুধবার রাতে৷ হামলায় নিহত চার ব্যক্তির পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তারা জঙ্গি সংগঠনের সদস্য৷ আহত হয়েছে ছয় জন৷ জায়গাটি আফগান সীমান্তের কাছে মিরানশাহ শহরের ২০ কিলোমিটার পশ্চিমে৷ এ নিয়ে উত্তর পশ্চিম পাকিস্তানে এটি ৪৪তম মার্কিন ড্রোন হামলা বলে বলা হচ্ছে৷
প্রতিবেদকঃ ঝুমুর বারী
সম্পাদনাঃ আব্দুল্লাহ আল-ফারূক