1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পৌনে ১৩ কোটি টাকার মাস্ক!

১২ আগস্ট ২০২০

মাস্ক কি স্ট্যাটাসের প্রতীক? হ্যাঁ, করোনাকালে ইসরায়েলে এক গহনার দোকানে সেরকমই একটি মাস্ক তৈরি হচ্ছে যার মূল্য দেড় মিলিয়ন ডলার বা প্রায় পৌনে ১৩ কোটি টাকা!

https://p.dw.com/p/3gq8a
ছবি: picture-alliance/dpa/AP/S. Scheiner

বিশ্বের সবচেয়ে মূল্যবান মাস্ক তৈরি করতে গহনা ডিজাইনারকে দিয়েছে সাংহাইয়ের একজন চীনা ব্যবসায়ী৷ যার মূল্য হবে দেড় মিলিয়ন ডলার বা প্রায় এক দশমিক তিন মিলিয়ন ইউরো৷ বিশেষ মাস্কটি তৈরিতে ব্যবহার হবে ১৮ ক্যারেট গোল্ড এবং এতে বসানো হবে দ্যুতি ছড়ানো ৩৬০০টি হীরা৷ ইভেল কোম্পানীর কর্মী শ্যারন ক্যারো তথ্যটি জার্মান সংবাদ সংস্থাকে জানায় গত সোমবার৷ স্পেশাল মাস্ক তৈরির কাজটি করার জন্য পরিকল্পনা করা হয়েছে পঁচিশজন জুয়েলারী এবং হীরা বসানোর কাজে পারদর্শী কর্মীর৷

সোনা আর হীরাতে মোড়ানো স্পেশাল মাস্ক অর্ডার দেয়ার আগে ক্রেতা তার তিনটি বিশেষ ইচ্ছের কথা জানিয়েছেন৷ তাঁর মাস্কটি হতে হবে বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং আকর্ষণীয় মাস্ক৷ ৩১ ডিসেম্বরের আগেই মাস্কটি তৈরি হতে হবে৷ এবং মাস্কের ভেতর টাইপ এন ৯৯ এর ফিল্টার থাকতে হবে যা পরিবর্তন করা যাবে এবং করোনার ভাইরাস থেকে সুরক্ষা করতে পারে৷

এনএস/কেএম (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য