প্যারিসের জাদুঘর থেকে পিকাসোর ড্রয়িং চুরি
১০ জুন ২০০৯প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত ন্যাশনাল পিকাসো মিউজিয়ামের দোতলায় অবস্থিত প্রদর্শনী কক্ষ থেকে চিত্রকর্মগুলি চুরি গেছে বলে মঙ্গলবার সকালে টের পান কর্মকর্তারা৷ পুলিশ জানাচ্ছে, ডাকাতির কোনো আলামত তারা পায়নি৷ জাদুঘরটিতে স্প্যানিশ এই শিল্পীর করা আড়াইশ চিত্রকর্ম, একশ ৬০ টি ভাস্কর্য ও দেড় হাজারের মতো ড্রয়িং রয়েছে৷
পুলিশের ধারণা, সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে কোনো একসময় চুরির ঘটনা ঘটেছে৷ ১৭ শতকের পুরোনো ওই বাড়িটির নিরাপত্তা ব্যবস্থা দুর্বল বলেও মনে করছে তারা৷ চুরির ঘটনা ধরা পড়ার পর মঙ্গলবার জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়৷
ফরাসি সংস্কৃতি মন্ত্রণালয় বলছে, খোয়া যাওয়া মাঝারি আকারের স্কেচবুকটিতে ১৯১৭ থেকে ১৯২৪ সাল পর্যন্ত পিকাসোর চক রঙে আঁকা ড্রয়িং ছিল৷পেশাদাররাই ঘটনার হোতা বলে সন্দেহ তাদের৷
২০ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ এই শিল্পীর শিল্পকর্মের বাজার মূল্য অনেক বেশি হওয়ায় সেগুলি চোরদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে৷ এর আগে ২০০৭ ও ২০০৮ সালে প্যারিস ও ব্রাজিলের সাওপাওলো থেকে তাঁর শিল্পকর্ম চুরির ঘটনা ঘটে৷
স্প্যানিশ এই শিল্পীর জীবনকালের বহু বছর কেটেছে ফ্রান্সে৷ ১৯৭৩ সালে সেদেশেই তার মৃত্যু হয়৷
প্রতিবেদক: নাসিরুদ্দিন খোকন, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক