প্যারিসে মাস্ক আবার বাধ্যতামূলক
১১ আগস্ট ২০২০প্যারিসে বর্তমানে করোনা সংক্রমণের হার ২ দশমিক ৪ শতাংশ, যা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি৷ ফ্রান্সের অন্যত্র এই হার ১ দশমিক ৬ শতাংশ৷
জুনের শেষদিকে করোনা সংক্রমণকে আয়ত্তের মধ্যে আনতে পারা গেলেও গ্রীষ্মকালীন ছুটির পর থেকেই বাড়ছে নতুন সংক্রমণ৷ এমন পরিস্থিতিতে ফরাসী কর্তৃপক্ষ রাজধানী প্যারিসের জনবহুল স্থানে ও বিশেষ করে পর্যটনের স্থানগুলিতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার বিধি চালু করেছে৷
সোমবার থেকে চালু হওয়া এই বিধির পক্ষে এর আগের সপ্তাহেই প্যারিসের মেয়র অ্যান হিডালগো প্রস্তাব রাখেন৷
কোথায় ছড়াচ্ছে সংক্রমণ?
১১ বছরের বেশি বয়েসের প্রত্যেককে মাস্ক পরতে হবে, জানিয়েছে প্যারিস পুলিশ৷ প্যারিসের একশরও বেশি রাস্তায় জারি হয়েছে এই বিধি৷ পুলিশের পক্ষে একটি বিবৃতিতে বলা হয়, ‘‘জুলাইয়ের মাঝামাঝি থেকে এই সব অঞ্চলগুলিতে বাড়তি সংক্রমণ দেখা গেছে৷’’
বাড়তি কড়াকড়ির স্থানগুলির মধ্যে রয়েছে প্যারিসের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনের জায়গাগুলি, যেমন মঁমার্ত্র, সাক্র ক্যুর গির্জা ও সেইন নদীর আশেপাশের অঞ্চল৷
বর্তমানে, গড়ে প্রায় ৪০০জন নতুন করে সংক্রমিত হচ্ছেন এই এলাকাগুলিতে, যার মধ্যে বেশির ভাগ সংক্রমিতের বয়েস বিশ থেকে ত্রিশের মধ্যে৷
শুধু প্যারিসই নয়, বাধ্যতামূলক মাস্ক পরার বিধি জারি করা হয়েছে বেলজিয়াম, নেদারল্যান্ডস, রোমানিয়া ও স্পেনের কিছু অংশেও৷
জার্মানিতে অপরিবর্তিত রয়েছে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার বিধি৷
এসএস/কেএম (এএফপি, রয়টার্স)