1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গর্ভপাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

২৯ সেপ্টেম্বর ২০১৪

ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদের মুখে স্পেনে নারীদের গর্ভপাতের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সেদেশের সরকার৷ বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন বিচারমন্ত্রী৷

https://p.dw.com/p/1DM17
Spanien Protest gegen die Abtreibungsgesetz in Madrid
ছবি: CURTO DE LA TORRE/AFP/Getty Images

প্রধানমন্ত্রী মারিয়ানো রাখোই সাংবাদিকদের বলেছেন, আইন সংস্কারের এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন৷ কারণ জনগণ কী চায় তা তিনি বুঝতে পেরেছেন৷ তাই নতুন এই আইন সংস্কারের ব্যাপারে তাঁরা তাদের গবেষণা চালিয়ে যাবেন এবং কীভাবে এতে জনগণের গ্রহণযোগ্যতা পাওয়া যায় সেভাবেই সংস্কার করবেন৷ তাঁর এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই আইনমন্ত্রী পদত্যাগের ঘোষণা দেন৷ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘আমি শুধু বিচারমন্ত্রীর পদ থেকেই পদত্যাগ করছি না৷ আমার ৩০ বছরের রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘোষণা করছি৷''

২০১১ সালে স্পেনে রক্ষণশীল সরকার ক্ষমতায় আসার পর থেকে গর্ভপাতের উপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছিল৷ গত বছরের ডিসেম্বরে একটি খসড়া বিল পার্লামেন্টে তোলেন বিচারমন্ত্রী৷ যেখানে বলা হয় কোনো নারী ধর্ষিত হয়ে গর্ভবতী হলেই কেবল গর্ভপাত করতে পারবে৷ তবে পুলিশ বা চিকিৎসক কর্তৃক প্রমাণ দেখাতে হবে ঐ নারী ধর্ষণের শিকার হয়েছিলেন কিনা৷ অর্থাৎ নারীরা নিজের গর্ভপাতের সিদ্ধান্ত নিতে পারবেন না৷ এরপর এটি আইন হিসেবে প্রস্তাব করা হলে কেবল বিরোধী দল নয় নিজ দলের সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন৷ গত কয়েক মাস ধরেই চলছিল এই বিক্ষোভ৷ এতে যোগ দিয়েছিলেন নারী অধিকার বিভিন্ন সংগঠন৷

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ‘‘আগামী বছরের স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনের কথা মাথায় রেখেই নতুন আইন সংস্কারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী৷''

এপিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য