প্রতিরক্ষায় আস্থা নারীতে
ইউরোপীয় ইউনিয়নের ৫টি বড় অর্থনীতির দেশসহ মোট নয়টি দেশে প্রতিরক্ষা মন্ত্রণালয় সামলাচ্ছেন নারী৷ এ অঞ্চলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সামলানোর কাজে এত বেশি নারী আগে কখনোই দেখা যায়নি৷
সিলভি গুলার্ড, ফ্রান্স
ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ক্ষমতা গ্রহণের পর যে মন্ত্রিসভা গঠিত হয়েছে, সেখানে প্রতিরক্ষা সামলানেরার কাজ পেয়েছেন সিলভি গুলার্ড৷ ফরাসি এই রাজনীতিবিদ এর আগে দু’বার ইউরোপীয় পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন৷ ৫৩ বছর বয়সি সিলভি গুলার্ড গত ১৭ মে তিনি পৃথিবীর ৫ বৃহৎ শক্তির অন্যতম ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী পদে আসীন হন৷
মারিয়া ডলোরেস ডি কোসপেডাল, স্পেন
স্পেনের ক্ষমতাসীন দল পিপল’স পার্টির সাধারণ সম্পাদক মারিয়া ডলোরেস ডি কোসপেডাল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে রয়েছেন৷ ২০১৬ সালের ৪ নভেম্বর তিনি এই দায়িত্বে আসেন৷ ১৯৬৫ সালের ১৩ ডিসেম্বর জন্ম নেয়া কোসপেডাল একজন ক্যারিয়ার-ডিপ্লোম্যাট৷
অ্যান্দ্রেয়া কাতিজ, স্লোভেনিয়া
১৯৬৯ সালের ২২ ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন৷ ২০১৫ সালের ১৩ মে তিনি স্লোভেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন৷ এর আগে তিনি ভেলেনিয়া পৌরসভার কর্মকর্তা ছিলেন৷ তার আমলেই গত বছরের ৩ ফেব্রুয়ারি আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসাবে ইরাকের কুর্দি অধ্যুষিত শহর এরবিলে সেনা পাঠায় স্লোভেনিয়া৷
মারিনা পেনডেস, বসনিয়া-হ্যারৎসেগোভিনা
১৯৬৪ সালের ২০ অগাস্ট বসনিয়ার রাজধানী সারায়েভো থেকে ৯০ কি. মি. দূরের ট্রাভনিক নামক স্থানে জন্মগ্রহণ করেন মারিনা পেনডেস৷ ২০০৪ সাল থেকে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার হিসাবে কর্মরত ছিলেন৷ ২০১৫ সালের ৩১ মার্চ তিনি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পান৷
রোবার্তা পিনট্টি, ইটালি
রোবার্তা পিনট্টি ১৯৬১ সালের ২০ মে জন্মগ্রহণ করেন৷ ১৯৮০ সালের শেষের দিকে তিনি ইটালিয়ান কমিউনিস্ট পার্টির জেলা কাউন্সিলর হিসাবে রাজনৈতিক জীবন শুরু করেন৷ পরে তিনি ডেমোক্র্যাটিক পার্টি অফ দ্যা লেফট-এ যোগ দেন৷ ২০১৪ সালেরর ২২ ফেব্রুয়ারি ইটালির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান রোবার্তা পিনট্টি৷
উরসুলা ফন ডেয়ার লায়েন, জার্মানি
তিনি জার্মানির ইতিহাসে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পাওয়া প্রথম নারী৷ পেশায় চিকিৎসক উরসুলা ফন ডেয়ার লায়েন ২০১৩ সালে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পান৷ এর আগে ২০০৯ থেকে শ্রমমন্ত্রী ছিলেন৷ এর আগে ২০০৫ সাল থেকে তিনি জ্যেষ্ঠ নাগরিক, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ছিলেন৷ অনেকের মতে, তিনি জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের যোগ্য উত্তরসূরি৷
ইনে মারি এরিকসেন সোরাইডা, নরওয়ে
ইনে মারি এরিকসেন সোরাইডা বর্তমানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে রয়েছেন৷৫১ বছর বয়সি ইনে মারি ২০১৩ সালের ১৬ অক্টোবর প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান৷ নরওয়ের এর আগের প্রতিরক্ষামন্ত্রীও ছিলেন নারী৷
মিমি কোডেলি, আলবেনিয়া
১৯৬৪ সালে ১১ সেপ্টেম্বর জন্ম নেয়া মিমি কোডেলি ২০০২ সালে আলবেনিয়ার রাজনীতিতে আসেন৷ এ সময় তিনি তিরানা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র নিযুক্ত হন৷ সংসদ সদস্য হন ২০০৯ সালে৷ মিমি সোসালিস্ট পার্টির সদস্য৷ ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর তিনি প্রতিরক্ষামন্ত্রী হন৷
জঁ হেনিস প্লাসায়ের্ট, নেদারল্যান্ডস
ডাচ রাজনীতিক জঁ হেনিস প্লাসায়ের্ট নেদারল্যান্ডের পিপলস পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি’র অন্যতম নেত্রী৷ ২০১২ সালের ৫ নভেম্বর তিনি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পান৷