প্রতিস্থাপিত নোবেল পদক এল শান্তিনিকেতনে
৯ মে ২০০৫শ্যামলী প্রাঙ্গণে আয়োজিত এই পদক প্রদান অনুষ্ঠানে অংশ নেন ভারতের দুই কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখার্জ্জী এবং নটবর সিং৷ অনুষ্ঠানে ভারতস্থিত সুইডেনের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন, ছিলেন অর্থনীতিতে নোবেলজয়ী আর এক বাঙালী অমর্ত্য সেনও৷ শান্তিনিকেতনের সংগ্রহশালায় নোবেল পদকের প্রতিরূপটি রক্ষিত হলে দেখা যায়, মূল সোনার পদকে যে ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো নামটি খোদাই করা ছিল, প্রতিস্থাপিত পদকে তার পরিবর্তে সংক্ষিপ্তভাবে কবির নাম আর এন টেগোর লেখা রয়েছে৷ এ বিষয়ে বিশ্বভারতীর কর্মীমন্ডলের প্রধান গৌতম ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি ডয়চে ভেলেকে বলেন, সুইডেনের নোবেল কমিটি মূল পদকের সঙ্গে প্রতিস্থাপিত পদকের পার্থক্য বোঝাতেই এ ভাবে কবির নামটি লিখেছে৷ এক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝির বিষয় জড়িত নেই৷ বিশ্বভারতী কর্তৃপক্ষ বিষয়টি জেনেই এই প্রতিস্থাপিত নোবেল পদক গ্রহণ করেছেন বলে জানান তিনি৷ প্রসঙ্গত,২০০৪ সালের মাঝামাঝি রবীন্দ্র সংগ্রহশালা থেকে কবিগুরুর নোবেল পদক, নোবেল সম্মাননা সহ আরও বেশ কিছু দুর্মূল্য সংগ্রহ চুরি হয়ে যাবার পর প্রথমে রাজ্য পর্যায়ে এবং পরে কেন্দ্রীয় পর্যায়ে তদন্ত হলেও এ পর্যন্ত চুরির কোনো কিনারা করতে পারেনি প্রশাসন৷
সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়