প্রথমে সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা হামলা ইসরায়েলের
২২ এপ্রিল ২০২১ইসরায়েলের ডিমোনা শহরে কাকভোরে এয়ার-রেইডের সাইরেন বেজে ওঠে। তার মানে আক্রমণ হতে পারে। এই শহরেই পরমাণু রিঅ্যাকটর আছে।
ইসরায়েলের জাতীয় মিডিয়াও জানায় ডিমোনায় তীব্র শব্দে সাইরেন বাজতে শোনা গেছে। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক খুবই খারাপ হয়েছে। তাই একটা উত্তেজনা আছে।
সেনা মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ ইসরায়েলে একটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটা এসএ ৫ ক্ষেপণাস্ত্র, সেটি রিঅ্যাকটারে আঘাত করতে পারেনি।
সিরিয়ার সরকারি এজেন্সি সানা জানিয়েছে, ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। কিন্তু তা প্রতিহত করা সম্ভব হয়েছে। অধিকাংশ রকেটই আঘাত করার আগে ধ্বংস করা সম্ভব হয়েছে।
ইসরায়েল-ইরান সম্পর্ক
ডিমোনা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে আবু ক্রিনাট গ্রামে সাইরেন বেজেছিল। ডিমোনাতেই ইসরায়েলের পরমাণু রিঅ্যাকটর আছে। তবে এই রিঅ্যাকটর নিয়ে ইসরায়েল বরাবরই চরম গোপনীয়তা বজায় রাখে। তা থেকে অনেকেরই ধারণা, এটা আসলে ইসরায়েলের পরমাণু অস্ত্র প্রকল্পের কেন্দ্রস্থল।
সম্প্রতি ইরান অভিযোগ করেছে, ইসরায়েল তাদের পরমাণু প্রকল্পের উপর একাধিকবার আক্রমণ শানিয়েছে। অ্যামেরিকা এখন ইরানের সঙ্গে আবার পরমাণু চুক্তি করতে চাইছে। কিন্তু ইসরায়েল এর তীব্র বিরোধী। ইরানের দাবি, ইসরায়েলের ডিমোনা রিঅ্যাকটর কেন্দ্রতে যাতে আন্তর্জাতিক সমীক্ষক দল যেতে পারে তার ব্যবস্থা করতে হবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইসারায়েল কিছুতেই ইরানকে পরমাণু বোমা বানাতে দেবে না এবং প্রতিরক্ষা মন্ত্রকের কর্মকর্তারা স্বীকার করেছেন, তারা ইরানের পরমাণু প্রকল্পে সম্ভাব্য আক্রমণ চালাবার প্রস্তুতি নিচ্ছেন।
গত সপ্তাহে ইরানের একটি সংবাদপত্রে বিশ্লেষক সাদোল্লাহ জারেই-এর একটি মতামত প্রকাশিত হয়। সেখানে তিনিও ইসরায়েলের হামলার বদলা নিতে ডিমোনায় পাল্টা হামলার কথা বলেছিলেন।
জিএইচ/এসজি(এপি, রয়টার্স)