প্রধান দুই দলের নেতাদের পাল্টাপাল্টি আক্রমন
১৩ জুন ২০১১তিনি দাবি করছেন প্রথম দিনের হরতালে সারাদেশে বিএনপি'র সাত শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে৷
প্রথমদিনের হরতাল শেষে সংবাদ সম্মেলনে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারাদেশে তাদের নেতা-কর্মীদের নজীরবিহীন ভাবে আটক এবং নির্যাতন করা হয়েছে৷ তিনি বলেন হরতালে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমান আদালতের নজীর কোথাও নেই ৷ এই সরকার তা করেছে৷ মীর্জা ফখরুল বলেন যতই নির্যাতন আর নিপীড়ন চালান হোক না কেন বিএনপি তার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে৷ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কোন ব্যবস্থায় নির্বাচনে যাবেনা বিএনপি৷
অন্যদিকে আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলনে বিএনপিকে হরতাল আর নৈরাজ্য বন্ধ করে সংসদে গিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ফের আহ্বান জানিয়েছেন৷ তার দাবি খালেদা জিয়া শেষ পর্যন্ত সংসদে যাবেন ৷ তিনি এখন যতই না না করুন, শেষ পর্যন্ত হ্যা বলবেন-এটাই খালেদা জিয়ার চরিত্র বলে আশরাফুল ইসলামের মন্তব্য৷
জামায়াতে ইসলামী এক সংবাদ সম্মেলনে হরতালে মোবাইল কোর্ট নামানোর তীব্র সমালোচনা করেছে৷ তারা বলেছেন, প্রয়োজনে দাবি আদায়ে লাগাতার হরতাল কর্মসূচি দেয়া হবে৷
আজ সন্ধ্যায় বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা টানা ৩৬ ঘন্টার হরতাল কর্মসূচি শেষ হবে৷ আর এই হরতালে সাধারন মানুষের দুর্ভোগ চরমে উঠেছে৷ তারা হরতালের বিকল্প কর্মসূচির কথা বলেছেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম