প্রবল বিক্ষোভ, সংঘর্ষের পর দামেস্ক গেটে রমজান পালনের অনুমতি
অবশেষে দামেস্ক গেটের সামনে থেকে ব্যারিকেড সরালো পুলিশ। ফিলিস্তিনিরা এখানে রমজান পালন করতে পারছেন।
অনুমতি ছিল না
গতবছর করোনার জন্য দামেস্ক গেটের সামনে রমজান পালন বন্ধ করে দেয়া হয়েছিল। এবারও দামেস্ক গেটের সামনে ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ। এনিয়ে উত্তেজনা দেখা দেয়। শুরু হয় প্রতিবাদ।
পুলিশের সঙ্গে সংঘর্ষ
দামেস্ক গেট পূর্ব জেরুসালেমের ইসরায়েল অধিকৃত এলাকার মধ্যে পড়ে। রমজানের শুরু থেকেই মানুষ সেখানে প্রার্থনা করতে গিয়ে বাধা পান। পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
উত্তেজনা বাড়তে থাকে
গাজাতে প্রতিবাদ শুরু হয়। উত্তেজনা বাড়তে থাকে ওয়েস্ট ব্যাঙ্কে। মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে থাকেন।
কাঁদানে গ্যাস ও গুলি
পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস ও লাঠি চালায়। শূন্যে গুলিও চালায় পুলিশ।
ধরপাকড়
প্রচুর বিক্ষোভকারীকে ধরা হয়।
বিক্ষোভ থামেনি
তা সত্ত্বেও বিক্ষোভ থামেনি। রাস্তায় আগুন জ্বালিয়ে বাজি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হতে থাকে।
গাজায় বিক্ষোভ
গাজায় রাস্তায় টায়ার জ্বালিয়ে ফিলিস্তিনি পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এক বিক্ষোভকারী।
অবশেষে অনুমতি
অবশেষে রোববার দামেস্ক গেটের সামনে থেকে ব্যারিকেড সরিয়ে নেয় ইসরায়েলের পুলিশ। প্রচুর মানুষ দামেস্ক গেটের সামনে আসেন। প্রার্থনা করেন। আশা করা হচ্ছে, এবার উত্তেজনা কমবে।