প্রভাব বাড়াতে টাকা ছড়াচ্ছে রাশিয়া
১৪ সেপ্টেম্বর ২০২২নিজেদের প্রভাব বিস্তার করতে বিশ্বের অন্তত ২৪টি দেশে বিভিন্ন উপায়ে টাকা ছড়িয়েছে রাশিয়া। মঙ্গলবার মার্কিন গোয়েন্দা বিভাগ এ সংক্রান্ত একটি নোট ওয়াশিংটনের হাতে তুলে দিয়েছে। যদিও নোটটিতে বিস্তারিতভাবে সমস্ত তথ্য দেওয়া নেই বলেই সংবাদসংস্থা এএফপি-কে সূত্র জানিয়েছে।
মঙ্গলবার এই নোটটি মার্কিন গোয়েন্দা বিভাগ দিয়েছে বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, নোটে বলা হয়েছে, ২০১৪ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশ, সরকার, রাজনৈতিক দল এবং নেতাদের অর্থ দিয়ে সাহায্য করছে রাশিয়া। বিশ্বে নিজেদের প্রভাব বিস্তারের জন্যই তারা একাজ করছে। এখনো পর্যন্ত প্রায় ৩০০ মিলিয়ন ডলার তারা এর জন্য খরচ করেছে। সাম্প্রতিককালেও তারা একাজ চালিয়ে যাচ্ছে।
একাধিক উপায়ে তারা একজা করছে। উদাহরণ হিসেবে ওই নোটে বলা হয়েছে, অ্যালবেনিয়ার দক্ষিণপন্থি দলকে অর্থ দিয়ে সাহায্য করেছে রাশিয়া। ২০১৭ সালে তাদের প্রায় পাঁচ লাখ ডলার দেওয়া হয়েছিল। বসনিয়া, মাদাগাসকার, মন্টিনেগ্রোর মতো দেশের একাধিক রাজনৈতিক দলকেও রাশিয়া অর্থ পাঠিয়েছে বলে দাবি করা হয়েছে।
মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ করা যাবে না এই শর্তে সংবাদসংস্থাকে জানিয়েছেন, ''হিমশৈলের চূড়াটুকু কেবল দেখা যাচ্ছে, রাশিয়া বিপুল পরিমাণ অর্থ ছড়িয়েছে বিশ্বের তাবৎ দেশে।''
ওয়াশিংটনে বিষয়টি নিয়ে একটি অল্প সময়ের সাংবাদিক বৈঠক হয়েছিল। সেখানে প্রশ্ন উঠেছে সিআইএ-এর বিরুদ্ধেও ইরান, চিলের মতো দেশে এমন অর্থ ছড়ানোর অভিযোগ আছে। কিন্তু মার্কিন প্রশাসন তা মানতে চায়নি।
অ্যামেরিকার দাবি, ক্রিপ্টো কারেন্সি, বেলজিয়ামের কয়েকটি সংস্থা এবং ইকুয়াডোরে রাশিয়ার দূতাবাসের মাধ্যমে এই অর্থ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)