প্রমীলা বিশ্বকাপে ঘুরে দাঁড়ালো জার্মানি
৬ জুলাই ২০১১অনেকেই হাল ছেড়ে দিয়েছিলেন৷ বিশ্ব চ্যাম্পিয়নের মতো খেলা দেখাতে পারছিলেন না জার্মানির প্রমীলারা৷ গ্রুপ পর্যায়ে শীর্ষ স্থান পেতে ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচে টিম হিসেবে জার্মানি ভালো খেলা দেখালো৷ আগামী শনিবার জাপানের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালেও এমন আত্মবিশ্বাস দেখতে চায় সমর্থকরা৷ মঙ্গলবার ম্যাচের পর গোলকিপার ইনকা গ্রিংস বলেন, ‘‘অবশেষে আমরা আবার ঘুরে দাঁড়াতে পেরেছি৷'' জয় সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে না পারলেও প্রথম দু'টি ম্যাচের তুলনায় অনেক ভালো খেলেছে জার্মানরা৷ দর্শকদের উল্লাস খেলোয়াড়দের বাড়তি প্রেরণা এনে দিয়েছে৷ প্রতিপক্ষ হিসেবে ফ্রান্স দু'টি গোল করতে পারলেও জার্মানির আক্রমণাত্মক খেলার সামনে তারা দাঁড়াতে পারে নি৷
মিডফিল্ডার মেলানি বেয়ারিঙার আহত থাকার ফলে মঙ্গলবার ম্যাচে অবশেষে খেলার সুযোগ পেয়েছিলেন ফাতমিরে বায়রামায়৷ তার সম্পূর্ণ সদ্ব্যবহারও করেছেন ২৩ বছর বয়স্ক এই খেলোয়াড়৷ তার উপর নিজের শহর ম্যোনশেনগ্লাডবাখ'এর মাঠে বাড়তি স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন ফাতমিরে৷ কোচ সিলভিয়া নাইড'ও তার খেলায় সন্তুষ্ট৷ টিম হিসেবেও জার্মান ভালো খেলেছেন বলে মনে করেন তিনি৷ এদিনের ম্যাচের পর নাইড'কে অভিনন্দন জানিয়েছেন স্বয়ং চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷
প্রমীলা বিশ্বকাপকে ঘিরে যে আগ্রহের সৃষ্টি হয়েছে, তা প্রত্যাশার সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে৷ টেলিভিশনে মঙ্গলবারের ম্যাচ দেখেছেন প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষ৷ জার্মানির তিনটি ম্যাচেই দর্শকের সংখ্যা চোখে পড়ার মতো৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক