1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফর্মুলা ওয়ানে ফিরতে পারছেন না মিশায়েল শুমাখার

১১ আগস্ট ২০০৯

আশার বেলুন চুপসে গেল হঠাৎ করেই৷ হাঙ্গেরিয়ান গ্রঁ প্রিতে ফিলিপ মাসা চোট পাওয়ায় তাঁর জায়গায় ফেরারির হয়ে ফর্মুলা ওয়ানে অংশ নেয়ার কথা ছিল মিশায়েল শুমাখারের৷

https://p.dw.com/p/J7aN
ছবি: AP

কিন্তু ফর্মুলা ওয়ানের সাত বারের বিশ্ব চ্যাম্পিয়ন মঙ্গলবার জানিয়ে দিয়েছেন, ইচ্ছে থাকা সত্ত্বেও ফিরতে পারছেন না, ভক্তদের সামনে তাঁর সেই চিরচেনারূপে আবির্ভাবের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ঘাড়ের চোট৷

নিজের ওয়েবসাইটে দুঃসংবাদটা খুব ভারাক্রান্ত হৃদয়েই দিয়েছেন শুমাখার, বলেছেন, ‘গতকাল সন্ধ্যায় ফেরারি প্রেসিডেন্ট লুকা ডি মন্তেজেমোলোকে আমার জানাতে হয়েছে যে, দুর্ভাগ্যজনকভাবে আমি ফিলিপ (মাসা)-র হয়ে নামতে পারছি না৷ সাময়িকভাবে ফেরার জন্যে আমি সব চেষ্টাই করেছি, কিন্তু দুর্ভাগ্য আমার, কিছুতেই কিছু হলো না৷'

Michael Schumacher
‘গতকাল সন্ধ্যায় ফেরারি প্রেসিডেন্ট লুকা ডি মন্তেজেমোলোকে আমার জানাতে হয়েছে যে, দুর্ভাগ্যজনকভাবে আমি ফিলিপ (মাসা)-র হয়ে নামতে পারছি না৷ সাময়িকভাবে ফেরার জন্যে আমি সব চেষ্টাই করেছি, কিন্তু দুর্ভাগ্য আমার, কিছুতেই কিছু হলো না৷'ছবি: AP

এ খবরে বিশ্বজুড়ে অজস্র শুমাখার ভক্তের হৃদয়ই যে ভেঙ্গে যাবে তাতে কোনো সন্দেহ নেই৷ গত ২৫শে জুলাই বুদাপেস্টে ফিলিপ মাসা চোট পাওয়ার পর যখন শোনা গেল মাসার দুর্ভাগ্য সৃষ্টি করেছে ফর্মুলা ওয়ানের জীবন্ত কিংবদন্তী মিশায়েল শুমাখারকে ফিরে পাওয়ার সুযোগ, বড় আশায় বুক বেঁধেছিলেন তাঁরা৷ ২৩ আগস্ট স্পেনের ভ্যালেন্সিয়ায় শুমাখারকে দেখা যাবে -- এ খবর প্রচারিত হওয়ার পর দেখতে দেখতেই বিক্রি হয়ে যায় ইউরোপিয়ান গ্রঁ প্রি-র অধিকাংশ টিকিট৷ মঙ্গলবার ৪০ বছর বয়সী শুমাখার জানিয়েছেন, ফেরারি আর ভক্তদের কথা ভেবেই ফেরার চেষ্টায় মরিয়া ছিলেন, তা আর হয়ে উঠছে না বলে তিনি নিজেও খুব হতাশ, ‘আমি অন্তরের অন্ত:স্থল থেকে হতাশ৷ ফেরারির ছেলেগুলো আর আমার অসংখ্য ভক্ত, যারা কিনা আমার প্রত্যাবর্তন দেখার অপেক্ষায় দিন গুণছেন, তাঁদের আশাভঙ্গের কারণ হওয়ায় আমি ভীষণ দুঃখিত৷'

Banner Michael Schumacher
ছবি: picture-alliance / dpa/dpaweb

২০০৬ সালে ফর্মুলা ওয়ান থেকে সরে দাঁড়ানো শুমাখার ঘাড়ের চোটটা পেয়েছিলেন গত ফেব্রুয়ারিতে৷ মোটরবাইক দুর্ঘটনায় পাওয়া ওই ব্যথা যে তাঁর ফেরার পথে বাধা হতে পারে এমন ইঙ্গিত ফেরারি কর্তৃপক্ষ শুরু থেকেই দিয়ে আসছে৷ তাদের তরফ থেকে জানানো হয়েছিল, মিশায়েল শুমাখারের ফেরাটা পুরোপুরি নির্ভর করবে তাঁর ফিটনেসের ওপর৷ শেষ পর্যন্ত ফিটনেস সমস্যাই কাল হলো!

প্রতিবেদক: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক