ইরাকে আইএস দমন অভিযান
১ জুন ২০১৬তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) গত কয়েক মাসে কিছুটা দুর্বল হয়ে পড়লেও তাদের শক্তি এখনো পুরোপুরি লোপ পায়নি৷ গত প্রায় ১০ দিন ধরে ইরাকের সেনাবাহিনী ফালুজা শহর থেকে আইএস জঙ্গিদের তাড়াতে যে অভিযান চালাচ্ছে, তা প্রতিরোধ করতে মরিয়া হয়ে উঠেছে আইএস৷
দুই পক্ষের সংঘর্ষের মাঝে চরম দুরবস্থায় পড়েছে শহরের নিরীহ মানুষ৷ বিশেষ করে শিশুদের অবস্থা নিয়ে দুশ্চিন্তা দেখা দিচ্ছে৷ প্রায় ২০ হাজার শিশু বর্তমান পরিস্থিতির শিকার বলে অনুমান করা হচ্ছে৷
শহরের তিন দিক থেকে হামলা চালাচ্ছে ইরাকি নিরাপত্তা বাহিনী৷ মার্কিন নেতৃত্বে কোয়ালিশন বাহিনী আকাশ থেকে বোমা বর্ষণ করে ইরাকি বাহিনীর সহায়তা করছে৷ তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রও স্বীকার করেছেন, ফালুজা পুনর্দখলের অভিযান বেশ কঠিন৷
মরিয়া হয়ে আইএস নিরীহ মানুষকে বর্ম হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠছে৷ কিছু মানুষ শহর ছেড়ে পালাতে সক্ষম হয়েছে৷ তাদের মুখেই শহরের ভয়াবহ পরিস্থিতির খবর পাওয়া যাচ্ছে৷ আইএস জঙ্গিরা মানুষকে শহরের কেন্দ্রে জমা হতে বাধ্য করছে বলে খবর এসেছে জাতিসংঘের কাছে৷ তাছাড়া খাদ্য, পানীয়, ওষুধপত্রের অভাব প্রকট হয়ে উঠছে৷ বিদ্যুৎ সরবরাহেও বিঘ্ন ঘটছে৷
শেষ পর্যন্ত ফালুজা শহর দখল করতে পারলেও ইরাকি প্রশাসনের পক্ষে সেখানকার সুন্নি অধিবাসীদের আশ্বস্ত করা সহজ হবে না বলে মনে করছেন কিছু পর্যবেক্ষক৷ সে ক্ষেত্রে ইরাকের নাজুক সাম্প্রদায়িক বিভাজন আরও জটিল হয়ে উঠতে পারে৷
এসবি/এসিবি (এএফপি, এপি, ডিপিএ)