1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ, গাজায় বিমান হামলা

২৩ আগস্ট ২০২১

প্রথমে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের বর্ডার পুলিশের লড়াই, তারপর গাজায় ইসরায়েলের বিমান হামলা।

https://p.dw.com/p/3zMRU
গাজায় ইসয়ালের বিমান হামলা। ছবি: Ali Jadallah/AA/picture alliance

গত ২১ মে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ-বিরতি নিয়ে সমঝোতা হয়েছিল। কিন্তু তারপর থেকে ছোটখাট হাঙ্গামা হয়েছে। কিন্তু শনিবার সব চেয়ে বেশি সহিংসতা হলো। এর ফলে ১৩ বছর বয়সি এক বালক গুরুতরভাবে আহত। ইসরায়েলের বর্ডার ফোর্সের কয়েকজনের আঘাতও গুরুতর।

গাজার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বাচ্চার মাথায় গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। বাকি আহতদের পা, পিঠ, পেটের নীচে গুলি লেগেছে। মোট ৪১ জন সাধারণ মানুষ আহত হয়েছেন। 

এই সংঘর্ষের পরই গাজায় হামাসের উপর আক্রমণ চালায় ইসরায়েলি বিমান বাহিনীর ফাইটার জেট। এই হামলার ফলে অনেকে আহত হয়েছেন।

কী করে এই সংঘর্ষ হলো?

গাজার সীমানায় প্রচুর ফিলিস্তিনি জড়ো হন। তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন। হামাস ও অন্য কিছু গোষ্ঠী এই প্রতিবাদ সংগঠিত করেছিল।

হামাস জানিয়েছে, ৫২ বছর আগে জেরুসালেমের আল-আকসা মসজিদ জ্বালিয়ে দেয়া হয়েছিল। তারই প্রতিবাদ করছিলেন তারা। হাজার হাজার মানুষ এই প্রতিবাদে অংশ নিয়েছিলেন।

প্রতিবাদ চলার সময় তরুণ ফিলিস্তিনিরা ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে পাথর ও ফায়ারবম্ব ছোড়ে। তারা টায়ারও জ্বালিয়ে দেয়। তারা সীমান্তের দেওয়াল টপকাবার চেষ্টা করে।

ইসরায়েলি সেনা প্রথমে কাঁদানে গ্যাস ছোড়ে। তারপর তারা গুলি চালায়। প্রতিবাদকারীরাও গুলি চালায়। তাতে একজন ইসরায়েলি সেনা আহত হয়েছে। সেনার তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি বর্ডার পুলিশের এক জওয়ান গুরুতরভাবে আহত।

Palästina | Proteste am Grenzzaun im Gazastreifen
দেওয়ালে চড়ার চেষ্টা করছেন ফিলিস্তিনি যুবকরা। ছবি: Adel Hana/AP Photo/picture alliance

ইয়রায়েলের বিমান হামলা

সেনার তরফ থেকে জানানো হয়েছে. সহিংসতার প্রতিক্রিয়ায় তারা বিমান হামলা করেছে।  ইসরায়েলের যুদ্ধবিমান হামাসের চারটি অস্ত্রের গুদাম ও অস্ত্র তৈরির কারখানায় হামলা চালিয়েছে। এরপর কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। ইসরায়েল জানিয়েছে, সীমান্তে তারা আরো সেনা মোতায়েন করেছে।

হামাসের মুখপাত্র জানিয়েছেন, শনিবারের বিমান হামলা দেখিয়ে দিয়েছে, ইসরায়েল তাদের ব্যর্থতা ঢাকতে এইভাবে আক্রমণ করছে। এর বিরুদ্ধে হামাস প্রতিরোধ গড়ে তুলবে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)