ফিলিস্তিনি উদ্বাস্তুদের আবার অর্থসাহায্য অ্যামেরিকার
বন্ধ করে দিয়েছিলেন ডনাল্ড ট্রাম্প। বাইডেন আবার ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য অর্থসাহায্যের ঘোষণা করলেন। ক্ষুব্ধ ইসরায়েল।
বাইডেনের সিদ্ধান্ত
ফিলিস্তিনিদের জন্য ২৩ কোটি ৫০ লাখ ডলারের অর্থসাহায্য দেয়ার কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এই সাহায্য দেবেন ইউএন এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট বা ইউএনআরডাব্লিউএ-কে।
বন্ধ করেন ট্রাম্প
ফিলিস্তিনিদের আগে অ্যামেরিকা অর্থসাহায্য করত। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৮ সালে তা বন্ধ করে দেন।
নিরাপত্তা ও স্থায়িত্বের জন্য
মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন বিবৃতি দিয়ে বলেছেন, এই অর্থ দিয়ে এলাকার স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। তাছাড়া যাদের খুব বেশি করে সাহায্য দরকার, তাদেরকে সাহায্য দেয়া হবে।
৫৭ লাখ উদ্বাস্তুকে সাহায্য
ইউএনআরডাব্লিউএ প্রতি বছর ওয়েস্ট ব্যাঙ্ক, গাজা স্ট্রিপ এবং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা ৫৭ লাখ ফিলিস্তিনিকে সাহায্য করে।
ক্ষুব্ধ ইসরায়েল
বাইডেনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ইসরায়েল। তাদের প্রতিক্রিয়া, তথাকথিত উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের এজেন্সির থাকারই দরকার নেই। অ্যামেরিকায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছেন, বাইডেন প্রশাসনের সিদ্ধান্তে তিনি হতাশ এবং তাদের এই নিয়ে যথেষ্ট আপত্তি রয়েছে।
ফিলিস্তিনের প্রতিক্রিয়া
ফিলিস্তিন জানিয়েছে, তারা খুবই আগ্রহভরে ত্রাণসাহায্যের প্রত্যাশা করছে। তারা অ্যামেরিকার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক চালুরও অপেক্ষায় আছে। ফিলিস্তিনিরা এমন এক রাষ্ট্র চান, যার রাজধানী হবে জেরুসালেম।