ফুটবল নিয়ে লেখা এই উপন্যাসগুলো পড়তেই হবে
জার্মান ফুটবল তারকা বাস্টিয়ান ‘বাস্টি’ শোয়াইনস্টাইগারকে নিয়ে একটি নতুন উপন্যাস প্রকাশিত হতে চলেছে৷ খেলা নিয়ে চমত্কার সব বই আছে৷ খেলাধুলা সংক্রান্ত উপন্যাস কিংবা স্মৃতিকথার বিষয়ে জানুন ছবিঘরে..
শোয়াইনস্টাইগার মূল চরিত্র
সুইস লেখক মার্টিন জুটার জার্মান ফুটবলার বাস্টিয়ান শোয়াইনস্টাইগারের জীবনের অনেক সত্যি ঘটনা তুলে ধরেছেন৷ এফসি বায়ার্ন তারকা ও জার্মান জাতীয় দলের ফুটবলার শোয়াইনস্টাইগারকে নিয়ে লেখা বইটি প্রকাশিত হবে ২৬ জানুয়ারি৷ নাম ‘আইনে ফন অয়শ’৷
নিক হর্নবির ‘ফিভার পিচ’
১৯৯২ সালে নিক হর্নবি ফিভার পিচ নামে এই স্মৃতিকথা লেখেন৷ আর্সেনাল ফুটবল ক্লাবের প্রতি নিঃশর্ত ভালোবাসা থেকেই এমন লেখা৷ আচমকা কোনওরকম বিবেচনা ছাড়াই নারীর প্রেমে পড়ার যেমন কোনও ব্যাখ্যা নেই, তেমন ব্যাখ্যা নেই ফুটবল প্রেমের, মত নিক হর্নবির৷ এর সঙ্গে একইরকম যন্ত্রণাও জড়িয়ে, জানিয়েছিলেন হর্নবি৷
টনি শুমাখারের ‘আনফিফ’
অ্যাথলিটদের নিয়ে অনেক জীবনী লেখা হয়েছে৷ তবে সাবেক জার্মান গোলকিপার টনি শুমাখারের জীবনী ‘আনফিফ’ এর মতো নিদর্শন বিরল৷ ৩৫ বছর আগে লেখা বইয়ে মাদকদ্রব্য গ্রহণ কিংবা যৌনতা বা অ্যালকোহলের নেশা-সবকিছুর উল্লেখ রয়েছে এই বইয়ে৷ বিশ্বজুড়ে এই বইয়ের ১৫ লাখ কপি বিক্রি হয়েছে৷
অ্যালেস্টার ক্যাম্পবেল এবং পল ফ্লেচার: স্যাটারডে ব্লাডি স্যাটারডে
ফুটবল ম্যানেজার চার্লি একের পর এক ম্যাচ হেরে যাচ্ছিলেন৷ শুধু একটি কাপ জিতলে তার চাকরি বাঁচতে পারে৷ চেলসির সঙ্গে খেলতে লন্ডন যাচ্ছে তার দল৷ সে সময় আইআরএ জঙ্গিরা হামলার পরিকল্পনা করে৷ এই প্রেক্ষাপটে লেখা বইয়ের নামটি ১৯৭২ সালের উত্তর আয়ারল্যান্ডের লন্ডনডেরির ব্লাডি সানডে-র কথা মনে করায়৷ প্রতিবাদ মিছিলে ব্রিটিশ সেনারা নিরস্ত্র নাগরিকদের উপর গুলি চালায়৷ ১৩ জন প্রাণ হারান৷
পেটার হান্ডকের দ্য গোলিজ অ্যাংজাইটি অ্যাট দ্য পেনাল্টি কিক
নোবেল জয়ী অস্ট্রীয় লেখক পেটার হান্ডকের এই বই শুধু ফুটবল নিয়ে নয়৷ মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তির রোজকার জীবনের লড়াইয়ের কথাও রয়েছে এতে৷
রোনাল্ড রেংয়ের ‘আ লাইফ টু শর্ট - দ্য ট্র্যাজেডি অফ রবার্ট এনকে’
জার্মান ক্রীড়া সাংবাদিক রোনাল্ড রেংয়ের লেখা বইয়ে রয়েছে জার্মান তারকা গোলরক্ষক রবার্ট এনকের কথা৷ ২০১০ বিশ্বকাপে জার্মান দলের হয়ে খেলার সম্ভাবনা ছিল তার৷ কিন্তু ২০০৯ সালে আত্মহত্যা করেন তিনি৷ ২০০৬ সালে ছোট্ট মেয়ের মারা যাওয়াসহ নানা কারণে অবসাদে ভুগছিলেন তিনি৷
নরিন্দর ধামি-কিক ইট লাইক বেকহ্যাম
লন্ডনের ভারতীয় অভিবাসী জেস তার আইকন বেকহ্যামের মতো ফুটবল খেলতে চান৷ বাবা-মায়ের মোটেও তা পছন্দ না৷ তাকে আইন পড়তে পাঠানো হয়েছে৷ গোপনে মহিলা ফুটবল টিমের জন্য প্রশিক্ষণ নিয়ে সুযোগ পান জেস৷২০০২ সালে এ নিয়ে চলচ্চিত্রও নির্মিত হয়েছে৷ রূপকথার মতো এ বই ফুটবল নিয়ে আবেগে পরিপূর্ণ৷
গ্যুন্টার নেত্সা: আউস ডেয়ার টিফে দেস রাউমস
ফুটবল এবং শিল্পের ঘনিষ্ঠ সম্পর্ক৷ জার্মান ক্লাব বোরুসিয়া ম্যুনশেনগ্লাডবাখের সাবেক তারকা ও জার্মানির হয়ে ১৯৭৪ সালের বিশ্বকাপ জেতা গ্যুন্টার নেত্সা পরবর্তীতে ধারাভাষ্যকার হিসেবেও নাম কুড়িয়েছেন৷ ২০০৪ সালে প্রকাশিত তার আত্মজীবনী প্রশংসিত হয়েছিল৷
ফাতমিরে বাইরামাই: মাইন টোর ইনস লেবেন
যুদ্ধ থেকে বাঁচতে মাত্র পাঁচ বছর বয়সে কসোভো ছেড়ে পরিবারের সঙ্গে জার্মানি এসেছিলেন বাইরামাই৷ শরণার্থী পরিবার দারিদ্রের সঙ্গে লড়াই চালিয়েছে প্রতিনিয়ত৷ খেলতে শুরু করেন ফাতমিরে৷ ২০০৭ সালে বিশ্বকাপে অংশ নেন তিনি৷ তার লেখা ‘মাইন টোর ইনস লেবেন’ আত্মবিশ্বাসের চরম নিদর্শন৷
অ্যান্ডি ডুগেনের ‘ডায়নামো: ডিফেন্ডিং দ্য অনার অফ কিয়েভ’
১৯৪২ সালের একটি ‘ডেথ ম্যাচ’-এর গল্প৷ জার্মান বিমানবাহিনীর পাইলটদের দল ‘ফ্লাক-এলফ’ এর সঙ্গে খেলেছিলেন ইউক্রেনের দল ডায়নামো কিয়েভের সাবেক ১১ পেশাদার ফুটবলার৷ সোভিয়েতদের দাবি ছিল, ইউক্রেনীয়রা জার্মানদের দুবার হারিয়েছিল৷ তাই সব ফুটবলারদের মেরে ফেলেছিল নাৎসিরা৷ তবে কেউ কেউ প্রাণ নিয়ে পালিয়ে বেঁচেছিলেন৷