1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল বিশ্বে উদীয়মান নতুন নাম কাতার

১৭ জানুয়ারি ২০১১

পারস্য উপসাগরীয় এলাকার ছোট্ট একটি দেশ কাতার৷ ২০১০ সালের ডিসেম্বর থেকেই ফুটবল বিশ্বে আলোচনায় উঠে এসেছে এই দেশটি, প্রথমে ২০২২ সালের ফিফা বিশ্বকাপে স্বাগতিক দেশ হিসেবে৷ তবে এখানেই শেষ নয়৷ কেবল শুরু৷

https://p.dw.com/p/zyiL
দোহার স্পোর্টস হলছবি: AP

এরপর কাতার ফাউন্ডেশন স্পেনের বিখ্যাত ‘এফসি বার্সেলোনা' ফুটবল ক্লাবের ১৬ কোটি ৬৫ লাখ ইউরোর প্রথম স্পন্সর হলে দেশটি নিয়ে বেশ আলোচনা শুরু হয়৷ আর তারপরই গুজব ওঠে, কাতার এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্ষমতাধর ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নেওয়ার আগ্রহ দেখাচ্ছে৷

Modell Qatar Universitätsstadion
কাতারে ২০২২ সালে প্রস্তাবিত বিশ্ব কাপ স্টেডিয়ামছবি: picture alliance / dpa

২০২২ সালের ফিফা বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হবে, এই খবরে ইউরোপের ফুটবল জগতেও ছড়িয়ে পড়ে কাতারের নাম৷ কাতার পরিবহন এবং অস্থায়ী আবাসনের জন্য কোটি কোটি ডলার বিনিয়োগ করার কথা বলেছে৷ কিন্তু ফিফা নির্বাহী কমিটি'র এই সিদ্ধান্তের নেপথ্যে কী যুক্তি, তা অল্প মানুষেরই বোধগোম্য৷ সাবেক ইরাক ও ওমানের কোচ বার্নড স্টেঞ্জ ভাবছেন, স্বাগতিক দেশ হিসেবে কাতার চমৎকার হতে পারে৷ কিন্তু ২০২২ সালে বিশ্বকাপে খেলার মতো দল হিসেবে কাতার এখনও গড়ে ওঠেনি৷ ইংল্যান্ড, স্পেন, জার্মানি এবং ইটালির মতো ফুটবলে বিখ্যাত ইউরোপের দেশগুলোও বলাবলি করছে, কাতার বিশ্বকাপের স্বাগতিক দেশ, মানে এটা হবে মধ্যপ্রাচ্যের বিশ্বকাপ৷

২০০৬ সালের এশিয়ান গেমসসহ এর আগে অন্যান্য আরও ফুটবল ম্যাচের আয়োজন করেছে কাতার৷ তবে বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট আয়োজনে ২০১১ সালের এশিয়ান কাপ কাতারের জন্য প্রথম পরীক্ষা৷ যদিও বিশ্বকাপ ফুটবল আয়োজন করাটা অন্যরকম একটা বিষয়৷ তাছাড়া এশিয়ার ফুটবল খেলার শীর্ষ দেশ হিসেবেও কাতার পরিচিত নয়৷ তাই বলা হচ্ছে, এশিয়ান ফুটবল কনফেডারেশন সভাপতি মোহাম্মদ বিন হাম্মান এখন আর কেবল এশিয়ার নয়, সারা ফুটবল বিশ্বের প্রধান৷ তিনি চাইছেন, তাঁর দেশ আন্তর্জাতিক ফুটবলের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠুক৷

সারা বিশ্বও এখন চেয়ে রয়েছে তাই নতুন উদীয়মান এই ফুটবলপ্রেমী দেশটির দিকে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন