ফুটবল বিশ্বে উদীয়মান নতুন নাম কাতার
১৭ জানুয়ারি ২০১১এরপর কাতার ফাউন্ডেশন স্পেনের বিখ্যাত ‘এফসি বার্সেলোনা' ফুটবল ক্লাবের ১৬ কোটি ৬৫ লাখ ইউরোর প্রথম স্পন্সর হলে দেশটি নিয়ে বেশ আলোচনা শুরু হয়৷ আর তারপরই গুজব ওঠে, কাতার এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্ষমতাধর ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নেওয়ার আগ্রহ দেখাচ্ছে৷
২০২২ সালের ফিফা বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হবে, এই খবরে ইউরোপের ফুটবল জগতেও ছড়িয়ে পড়ে কাতারের নাম৷ কাতার পরিবহন এবং অস্থায়ী আবাসনের জন্য কোটি কোটি ডলার বিনিয়োগ করার কথা বলেছে৷ কিন্তু ফিফা নির্বাহী কমিটি'র এই সিদ্ধান্তের নেপথ্যে কী যুক্তি, তা অল্প মানুষেরই বোধগোম্য৷ সাবেক ইরাক ও ওমানের কোচ বার্নড স্টেঞ্জ ভাবছেন, স্বাগতিক দেশ হিসেবে কাতার চমৎকার হতে পারে৷ কিন্তু ২০২২ সালে বিশ্বকাপে খেলার মতো দল হিসেবে কাতার এখনও গড়ে ওঠেনি৷ ইংল্যান্ড, স্পেন, জার্মানি এবং ইটালির মতো ফুটবলে বিখ্যাত ইউরোপের দেশগুলোও বলাবলি করছে, কাতার বিশ্বকাপের স্বাগতিক দেশ, মানে এটা হবে মধ্যপ্রাচ্যের বিশ্বকাপ৷
২০০৬ সালের এশিয়ান গেমসসহ এর আগে অন্যান্য আরও ফুটবল ম্যাচের আয়োজন করেছে কাতার৷ তবে বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট আয়োজনে ২০১১ সালের এশিয়ান কাপ কাতারের জন্য প্রথম পরীক্ষা৷ যদিও বিশ্বকাপ ফুটবল আয়োজন করাটা অন্যরকম একটা বিষয়৷ তাছাড়া এশিয়ার ফুটবল খেলার শীর্ষ দেশ হিসেবেও কাতার পরিচিত নয়৷ তাই বলা হচ্ছে, এশিয়ান ফুটবল কনফেডারেশন সভাপতি মোহাম্মদ বিন হাম্মান এখন আর কেবল এশিয়ার নয়, সারা ফুটবল বিশ্বের প্রধান৷ তিনি চাইছেন, তাঁর দেশ আন্তর্জাতিক ফুটবলের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠুক৷
সারা বিশ্বও এখন চেয়ে রয়েছে তাই নতুন উদীয়মান এই ফুটবলপ্রেমী দেশটির দিকে৷
প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস
সম্পাদনা: সঞ্জীব বর্মন