ফেরদৌসের প্রথম স্বল্পদৈর্ঘ্য ছবি ‘বড়দিনের স্বপ্ন’
৫ নভেম্বর ২০১১এ পর্যন্ত চল্লিশটিরও বেশি ছবিতে অভিনয় করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ফেরদৌস৷ বাংলাদেশ এবং ভারতের পশ্চিম বঙ্গে রয়েছে তাঁর ছবির ব্যাপক জনপ্রিয়তা৷ ১৯৯৮ সালে ‘হঠাৎ বৃষ্টি' ছবিতে প্রথম অভিনয় করেন ফেরদৌস৷ এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই ঢালিউড তারকাকে৷ জবাবদিহি, আমাদের সংসার, হারজিত, স্বপ্নের ফেরিওয়ালা, দাদাঠাকুর, ওস্তাদ, দাদু নাম্বার ওয়ান, সাগর কিনারে তাঁর সফল ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য৷ ২০১১ সালে তিনি প্রথম প্রযোজনা করেন ‘এক কাপ চা' এবং ‘হঠাৎ সেদিন'৷ এছাড়া ফেরদৌসের ফেসবুক পাতায় তাঁর পরিচয় হিসেবে লেখা রয়েছে যে, তিনি ঢালিউডের একমাত্র অভিনেতা যিনি বলিউডের ছবিতেও অভিনয় করেছেন৷
এবার শাহরিয়ার কবিরের কাহিনী ও চিত্রনাট্য অবলম্বনে নূর-এ-আলম পরিচালিত ‘বড়দিনের স্বপ্ন' নামের স্বল্পদৈর্ঘ্য ছবিটিতে দেখা যাবে তাঁকে৷ ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে ফেরদৌস বলেন, ছবিটির ব্যাপ্তি ১৮ মিনিট৷ বড়দিনের প্রাক্কালে মধ্যবিত্ত পরিবারের এক সৎ, আদর্শবান বাবা এবং তার ছেলের বড়দিনকে জড়িয়ে যে স্বপ্ন থাকে, সেটাই ফুটে উঠেছে এই গল্পে৷ এ বছরের শেষ ছবিটি মুক্তি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ এছাড়া তাঁর প্রযোজনায় তৈরি ছবি ‘হঠাৎ সেদিন’ চলতি বছরের শেষ দিকে এবং ‘এক কাপ চা’ ছবিটি আগামী বছরের ভালোবাসা দিবসে মুক্তি পাবে বলে জানান ফেরদৌস৷
‘বড়দিনের স্বপ্ন' ছবিতে ফেরদৌসের সহশিল্পী রোমানা৷ ছবিটি ক্যানাডাসহ বেশ ক'টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বলে আশা করা হচ্ছে৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আরাফাতুল ইসলাম