ফেসবুকের ওপর কয়েক ঘন্টার নিষেধাজ্ঞা
১৪ নভেম্বর ২০১০সৌদি টেলিযোগাযোগ সংস্থা'র এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার দিনের অধিকাংশ সময়ই সেদেশে বন্ধ ছিল ফেসবুক৷ রক্ষণশীল সৌদি সমাজে আঘাত হানে এমন বিষয়বস্তুর খোঁজ মিলেছিল সাইটটিতে৷ তাই, এই সিদ্ধান্ত৷ অবশ্য শনিবার দিনের শেষেই তুলে নেয়া হয় নিষেধাজ্ঞা৷
শুধু সৌদি আরবই নয়, বাংলাদেশ এবং পাকিস্তানেও এবছর ফেসবুক নিষিদ্ধ করা হয়েছিল৷ ‘এভরিবডি ড্র মোহাম্মদ ডে' নামক এই বিতর্কিত কার্টুন প্রতিযোগিতাকে কেন্দ্র করে পাকিস্তানে ফেসবুক নিষিদ্ধ করা হয়৷ বাংলাদেশেও একইধরনের কারণে খড়গ নামে ফেসবুকের উপর৷ কিন্তু পরবর্তীতে সেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়৷
ইউরোপের দেশ জার্মানিতে ফেসবুক ব্যবহারে কোন নিষেধাজ্ঞা নেই৷ তবে, সম্প্রতি এদেশের বেশ কয়েকটি সংস্থা তাদের কার্যালয়ে ফেসবুক নিষিদ্ধ করে৷ মূলত ইন্টারনেট নিরাপত্তা আর কর্মীদের উৎপাদনশীলতা বাড়াতে এই সিদ্ধান্ত৷
উল্লেখ্য, ফেসবুক হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট৷ ২০০৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এটি৷ বর্তমানে ফেসবুকে নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা পঞ্চাশ কোটির বেশি৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়