ফেসবুক, টুইটারে গরু আর ছাগল
২৪ সেপ্টেম্বর ২০১৫এর মধ্যেই দেখা গেল গরুর ‘ফ্যাশন শো' নিয়ে সমালোচনা৷ সেই কথায় আসছি পরে৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনায় গরুর বাড়তি দামের কথা উল্লেখ করছেন কেউ কেউ৷ এর জন্য শুরুর দিকে ভারত থেকে গরু আসা বন্ধ থাকাকে দায়ী করছেন তাঁরা৷ অবশ্য পরে ভারতীয় গরু এসেছে যথেষ্টই৷ সফদার ইকবাল গোন্ডল খবরটি টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘‘হিন্দুরা গরুর পূজা করে, কিন্তু তারা গরু জবাই করার জন্য বাংলাদেশে রপ্তানি করে৷''
জোবায়ের মিলন ফেসবুকে লিখেছেন, ‘‘গরুর যে দাম মনে হয় শেষ পর্যন্ত মুরগি দিয়া ঈদ করতে হইবো৷''
‘গল্পবাজ ম্যাগাজিন' নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ঢাকার এক বাড়ির বারান্দায় গরু রাখার ছবি শেয়ার করে লিখা হয়েছে, ‘‘এই গরু রাখার দৃশ্য প্রতিটি বাড়িতে ঈদের সময় দেখা যাবে৷''
ইশতিয়াক হাসান কোরবানির গরু নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়ে যাওয়া এক ফ্যাশন শোর সমালোচনা করেছেন৷
মার্কিন ইন্টারনেট ভিত্তিক সংবাদমাধ্যম বাজফিড এর সাংবাদিক পুরবী থাকার বাংলাদেশের ঢাকা ট্রিবিউনে প্রকাশিত একটি সংবাদ টুইট করেছেন৷ ঢাকায় অনুষ্ঠিত ফ্যাশন শো নিয়ে প্রতিবেদনটি তৈরি হয়েছে৷ ওষুধ-মুক্ত গরু কিনতে ক্রেতাদের উৎসাহ জোগাতে এই ফ্যাশন শোর আয়োজন করা হয়েছিল৷ কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে এই শো নিয়ে সমালোচনা হওয়ার বিষয়টিই ছিল প্রতিবেদনের মূল প্রতিপাদ্য৷
পপি ম্যাকফেরসন নামের আরেক সাংবাদিক টুইটারে লিখেছেন, কোরবানির ঈদের আগের ঢাকার পত্রিকাগুলো গরু সংক্রান্ত খবর দিয়ে ভর্তি৷
সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ