1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রাঙ্কফুর্টে সমাবেশ

জাহিদুল হক২৪ ফেব্রুয়ারি ২০১৩

শাহবাগের ঢেউ এসে লেগেছে জার্মানিতেও৷ বিভিন্ন শহরে অনুষ্ঠিত হচ্ছে সমাবেশ৷ সেখান থেকে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হচ্ছে৷ শনিবার তেমনই একটি সমাবেশ হয়ে গেল ফ্রাঙ্কফুর্টে৷

https://p.dw.com/p/17kjN
ছবি: picture-alliance/AP

বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন, জার্মানি ছিল এর আয়োজক৷

সংগঠনের কর্মকর্তা আমিনুর রহমান বলছেন, ফ্রাঙ্কফুর্টের সমাবেশ থেকে অবিলম্বে সকল যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করতে ও তাঁদের সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানানো হয়েছে বলে জানান তিনি৷

ফ্রাঙ্কফুর্টের বাঙালিরা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি চান

রহমান বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটি বিশেষ রাজনৈতিক দলের সহায়তায় জামায়াতের মতো দলগুলো রাজনীতিতে নিজেদের স্থান পাকা করে নিতে পেরেছে৷ তাই যুদ্ধাপরাধীদের পাশাপাশি ঐসমস্ত দলেরও বিচারের দাবি জানানো হয়েছে সমাবেশ থেকে৷

এছাড়া ধর্মভিত্তিক রাজনীতি বন্ধেরও দাবি জানিয়েছেন ফ্রাঙ্কফুর্টের সমাবেশে অংশগ্রহণকারীরা৷ রহমান বলেন, বাংলাদেশে প্রায় ১৫ ভাগ লোক অন্য ধর্মের অনুসারী৷ বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাসে দেখা গেছে, ধর্মভিত্তিক দলগুলো অন্য ধর্মের সহাবস্থানকে সহজভাবে মেনে নেয়না৷ তাই শাহবাগের প্রজন্ম চত্বর থেকে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের যে দাবি জানানো হয়েছে তার সঙ্গে একমত পোষণ করেন রহমান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য