1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমানবন্দরে আটকে আছে রুশ শিক্ষার্থী

২২ এপ্রিল ২০২০

করোনা-সংকটের মাঝেই জার্মানিতে উচ্চশিক্ষার জন্য এসেছেন এক রুশ তরুণ৷ কিন্তু ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে আটকে দেয়া হয়েছে তাকে৷ তা সত্ত্বেও নিজ দেশে ফিরতে রাজি নন তিনি৷

https://p.dw.com/p/3bFcH
ছবি: M. Nowoselow

মিখায়েল নভোসয়িলভ যে-কোনো কিছুর বিনিময়ে জার্মানির বার্লিনে লেখাপড়া করতে চান৷ করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেই তাই বিশেষ বিমানে মস্কো থেকে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পৌঁছান তিনি৷ কিন্তু বাধ সেধেছে জার্মান ইমিগ্রেশন কর্তৃপক্ষ৷ করোনা ভাইরাসের কারণে জার্মানিতে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেগুলোর একটির কারণে তাকে দেশটিতে প্রবেশ করতে দেয়া হয়নি৷ ফলে, বিমানবন্দরের ট্রানজিট জোনে আটকে আছেন নভোসয়িলভ৷ ফিরতি বিমান না থাকায় দেশেও ফিরতে পারছেন না তিনি৷

রাশিয়ার এই শিক্ষার্থী বার্লিনের হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ে একটি সেমিস্টার পড়তে চান৷ নতুন সেমিস্টার শুরুর কয়েকদিন আগে ১৭ এপ্রিল তিনি জার্মানিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে এমন ১৩৩ রুশ নাগরিককে বয়ে আনা এক বিশেষ ফ্লাইটে ফ্রাঙ্কফুর্ট অবধি পৌঁছাতে সক্ষম হন৷ কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জানায়, করোনা ভাইরাসের কারণে ১৭ মার্চ থেকে ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের বিশেষ এবং গুরুত্বপূর্ণ কোনো কারণ দেখাতে না পারলে জার্মানিতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না৷

নভোসয়িলভ সার্বিয়ায় সমাজবিজ্ঞান নিয়ে পড়ছেন৷ তিনি জানান, শীঘ্রই তার স্নাতক শেষ হয়ে যাবে৷ তাই এই সেমিস্টার বিদেশে পড়তে না পারলে ভবিষ্যতে তার পক্ষে এই সুযোগ নেয়া আর সম্ভব হবে না৷

এবারই প্রথম তাকে জার্মানিতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না, এমন নয়৷ গতমাসে বার্লিন বিমানবন্দরে তাকে আটকে দেয়া হয়েছিল, কেননা তিনি নিশ্চিত করতে পারেননি যে লেখাপড়ার সময় সেই শহরে বসবাসের ব্যবস্থা করতে পেরেছেন তিনি৷ একটি চুক্তিপত্রে শুধুমাত্র একটি স্বাক্ষর ছিল না বলে সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বলে দাবি করেছেন মিখায়েল নভোসয়িলভ৷

জার্মানির কেন্দ্রীয় পুলিশ জানিয়েছে, জনস্বাস্থ্যের প্রতি হুমকির কথা বিবেচনা করে নভোসয়িলভকে জার্মানিতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না৷ তবে, বিমানবন্দরের কর্মীরা তাকে বিভিন্নভাবে সহায়তা করছে বলে জানা গেছে৷

নিকিতা বাটালভ/এআই