বইমেলার শেষবেলার প্রস্তুতি
আবার শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা৷ মেলা প্রাঙ্গণ প্রায় প্রস্তুত৷ মেলাকে গোছাতে ও নিরাপত্তা নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করেন আয়োজক, প্রকাশক, নিরাপত্তা কর্মী ও অন্যান্যরা৷ প্রস্তুতির কিছু দৃশ্য থাকছে ছবিঘরে...
নিরাপত্তা প্রধান
বইমেলার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি, বেসরকারি মিলিয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠান কাজ করে৷ প্রতি বছরের মতো এবারও ফায়ার ব্রিগেড, রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা সিভিল সার্জন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ব়্যাব, আনসার ও বিভিন্ন সংস্থা মেলার নিরাপত্তার কাজে যুক্ত থাকবে বলে জানিয়েছে বাংলা একাডেমি৷ শাহবাগ থানা মেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে৷ টিএসসি থেকে দোয়েল চত্ত্বর পর্যন্ত সড়ক বন্ধ থাকবে৷
’৫২ ও ’৭১-এর আবহ
এবার মেলায় ’৫২ ও ’৭১-এর আবহ থাকবে বলে জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ৷ মেলায় ভাষা শহিদদের পাঁচটি চত্বর থাকবে৷ এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে চারটি আর বাংলা একাডেমিতে একটি৷ এছাড়া নানা ডিসপ্লে বোর্ড ও মঞ্চে স্বাধীনতা ও ভাষা আন্দোলনের ইতিহাস প্রদর্শিত হবে৷
বর্ধিত পরিসরে স্বাধীনতা স্তম্ভ
প্রথমবারের মতো মেলার পরিসরে যুক্ত করা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ৷ তাই চলছে জোর প্রস্তুতি৷ সেখানে আলোকসজ্জা, লেকের পানি পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়েছে৷ পাঠকদের বসার সুব্যবস্থাও থাকবে সেখানে৷
বিশেষ ব্যবস্থা
এবারই প্রথম বয়স্ক পাঠক ও ক্রেতাদের জন্য মেলায় থাকছে হুইল চেয়ারের সুবিধা৷ মেলা প্রাঙ্গণে এসে বয়োবৃদ্ধরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন৷ প্রবীণরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে চলাফেরা করে বই কিনতে ও আড্ডা দিতে পারেন, এমন্কি বিশ্রামও নিতে পারেন সেই উদ্দেশ্যেই নেয়া হয়েছে এমন উদ্যোগ৷
৫৫০টি প্রকাশনা সংস্থা
এবারের মেলায় অংশ নিতে যাচ্ছে সাড়ে ৪০০-র মতো প্রকাশনা সংস্থা৷ এছাড়া বাংলা একাডেমি, জাতীয় শিশু একাডেমি ও বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের স্টল ও থাকবে শতাধিক৷ গতবারের তুলনায় এবার ৪৫টি প্রকাশনা সংস্থা বেশি অংশ নিচ্ছে মেলায়৷
২৪টি প্যাভিলিয়ন
মেলায় এবার দুই রকমের ২৪টি প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে৷ এর মধ্যে ২৪ বাই ২৪ ফুটের প্যাভিলিয়ন থাকছে ১০টি আর ২০ বাই ২০ ফুটের প্যাভিলিয়ন থাকছে ১৪টি৷
শিশুদের স্টল ৭৫টি
শিশুদের জন্য আলাদা শিশুকর্নার করা হয়েছে এবারের মেলায়৷ এতে ৭৫টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে৷ এখানে শিশুদের খেলার ব্যবস্থা রয়েছে ও বসে বই পড়ার সুবিধাও থাকছে৷
একাডেমি প্রাঙ্গণে শতাধিক স্টল
বাংলা একাডেমি প্রাঙ্গণে লিটল ম্যাগ কর্নারসহ শতাধিক স্টল স্থাপন করা হয়েছে৷ লিটল ম্যাগ কর্নার বরাবরের মতো বহেরা তলায় থাকছে৷ এছাড়া সংবাদ সংস্থা, গণমাধ্যম, সরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের স্টলও থাকছে এখানে৷ সাংবাদিকদের জন্য থাকছে প্রেস উইং৷
‘লেখক বলছি’
লেখকদের নিজের বই নিয়ে বলার সুযোগ দিতে করা হয়েছে লেখক মঞ্চ৷ ‘লেখক বলছি’ এবারের বইমেলার নতুন সংযোজন৷ সোহরাওয়ার্দী উদ্যানের উত্তর-পূর্ব কোণে প্রতিদিন ৫ জন লেখক এই মঞ্চে বসে তাঁদের বই এবং লেখালেখি নিয়ে কথা বলবেন৷ পাঠকদেরও সরাসরি লেখকের সঙ্গে কথা বলার সুযোগ থাকছে৷ উদ্বোধনী দিন ছাড়া বাকি ২৭ দিন চলবে এই কার্যক্রম৷ অংশ নেবেন প্রায় ১৩৫জন লেখক৷
তুলির আঁচড়
মেলায় তুলির শেষ আঁচড় দিচ্ছেন স্টল নির্মাতারা৷ শেষ মুহূর্তে কাঠমিস্ত্রি ও রঙমিস্ত্রিদের ব্যস্ততা চোখে পড়বার মতো৷ ব্যস্ত সময় কাটাচ্ছেন ইলেকট্রিশিয়ানরাও৷ শেষ পর্যন্ত ঠিক মতো আলো জ্বলবে কিনা, সব ঠিক আছে কিনা তাই নিয়েই ব্যস্ত সকলে৷ সবচেয়ে বেশি ব্যস্ত প্রকাশকরা৷ স্টল সামলানোর পাশাপাশি প্রকাশনাও দেখছেন৷