বখাটেদের হানায় তিন তরুণী অসুস্থ
২৩ অক্টোবর ২০১০গিরিমুক্ত বাংলাদেশ
‘গিরি' গেল মিয়ানমারে, রেহাই পেল উপকূল' – দৈনিক ইত্তেফাকের শিরোনাম এটি৷ হারিকেনের তীব্রতা সম্পন্ন প্রবল ঘূর্ণিঝড় ‘গিরি' শুক্রবার রাতে মিয়ানমার উপকূল অতিক্রম করেছে৷ ফলে, বাংলাদেশ এবার অল্পের জন্য বেঁচে গেছে৷ একই বিষয়ে দৈনিক প্রথম আলোর শিরোনাম, ‘গিরি মিয়ানমারে আঘাত হেনে দুর্বল হয়ে গেছে'৷ ঘণ্টায় ১৬৩ কিলোমিটার গতিতে মিয়ানমারের উপকূলে আঘাত হানে এটি৷ এসময় বাংলাদেশের টেকনাফ ও সেন্টমার্টিনে ঝোড়ো হাওয়া বয়ে যায়৷
নাটোরে আবারো খুন
শুক্রবার নাটোরে আরেকটি হত্যাকাণ্ডের খবর জায়গা করে নিয়েছে গণমাধ্যমে৷ দৈনিক যুগান্তর জানাচ্ছে, ‘নাটোরে এবার স্বামীর সামনে স্ত্রীকে জবাই করল সন্ত্রাসীরা'৷ শুক্রবার ভোররাতে কৃষক হযরত আলীর বাড়িতে হানা দেয় একদল সন্ত্রাসী৷ এরপর তাঁরা গৃহবধু হাসিনা বেগমকে জবাই করে৷ তবে হযরত প্রাণে বেঁচে গেছেন এবং বর্তমানে হাসপাতালে রয়েছেন৷ এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরেক শিরোনাম করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ এটি হচ্ছে, ‘ঘুষ নিয়ে আসামি ছেড়ে দিয়েছে সাভার পুলিশ'৷ বৃহস্পতিবার রাতে পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করে পুলিশ৷ পরদিন সকালে তাকে আদালতে হাজির করার বদলে ছেড়ে দেওয়া হয়৷ অভিযোগ, এক লাখ টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দিয়েছে সাভার পুলিশ৷
ইভটিজিং বাড়ছে
দৈনিক কালের কণ্ঠ দিয়েছে আরেক খবর৷ শিরোনাম, ‘এবার কুমিল্লায় বিএনসিসি ক্যাম্পে বখাটেদের হামলা, আতঙ্কে অসুস্থ তিন ছাত্রী'৷ ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় কুমিল্লার দেবীদ্বারে বিএনসিসি প্রশিক্ষণ শিবিরে হামলা চালিয়েছে বখাটেরা৷ এসময় এক সেনা সদস্য ধস্তাধস্তিতে আহত হন৷ হামলা চলাকালে আতঙ্কে তিন তরুণী অসুস্থ হয়ে পড়ে৷ এছাড়া ইভ টিজিং নিয়ে একটি সম্পাদকীয় প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক৷ শিরোনাম, ‘একজন সাহসী শিক্ষক ও তরুণ সমাজের অবক্ষয়'৷
গ্রন্থনা: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন