1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর

১১ এপ্রিল ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যায় সরাসরি অংশগ্রহণের দায়ে আব্দুল মাজেদের ফাঁসি হয়েছে৷ ঢাকা কেন্দ্রীয় কারাগারে রোববার প্রথম প্রহরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়৷

https://p.dw.com/p/3amwu
Bangladesch Extremisten werden nach Hinrichtung beerdigt
ফাইল ফটোছবি: Getty Images/AFP/Str

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর খবর  অনুযায়ী, জেলার মাহবুবুল ইসলাম দীর্ঘদিন পালিয়ে থাকা মাজেদের ফাঁসি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন৷

১৯৭৫ সালের ১৫ অগাস্ট পরিবারের অধিকাংশ সদস্যসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়৷ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় পলাতক আসামির একজন ক্যাপ্টেন মাজেদ।

গত মঙ্গলবার তাকে ঢাকার গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়৷ তারপর

আদালতের আদেশে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় তাকে। বৃহস্পতিবার ৭২ বছর বয়সি মাজেদের মৃত্যুপরোয়ানা জারি করে আদালত। মৃত্যুদণ্ড ঘোষণার পর থেকে দীর্ঘদিন পলাতক থাকায় মাজেদ  আপিলের সুযোগ হারিয়েছিলেন৷ ধরা পড়ার পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলেও সে আবেদন খারিজ হয়ে যায়। আবেদন খারিজের পরই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছিলেন, যে কোনো দিনক মাজেদের ফাঁসি কার্যকর হতে পারে৷

এসিবি/কেএম