বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর
১১ এপ্রিল ২০২০ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর খবর অনুযায়ী, জেলার মাহবুবুল ইসলাম দীর্ঘদিন পালিয়ে থাকা মাজেদের ফাঁসি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন৷
১৯৭৫ সালের ১৫ অগাস্ট পরিবারের অধিকাংশ সদস্যসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়৷ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় পলাতক আসামির একজন ক্যাপ্টেন মাজেদ।
গত মঙ্গলবার তাকে ঢাকার গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়৷ তারপর
আদালতের আদেশে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় তাকে। বৃহস্পতিবার ৭২ বছর বয়সি মাজেদের মৃত্যুপরোয়ানা জারি করে আদালত। মৃত্যুদণ্ড ঘোষণার পর থেকে দীর্ঘদিন পলাতক থাকায় মাজেদ আপিলের সুযোগ হারিয়েছিলেন৷ ধরা পড়ার পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলেও সে আবেদন খারিজ হয়ে যায়। আবেদন খারিজের পরই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছিলেন, যে কোনো দিনক মাজেদের ফাঁসি কার্যকর হতে পারে৷
এসিবি/কেএম