1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বঙ্গোপসাগরে নৌকাডুবিতে অন্তত ২৩ রোহিঙ্গা নিহত

১১ আগস্ট ২০২৩

বঙ্গোপসাগরে মায়ানমার থেকে রোহিঙ্গাদের নিয়ে ছেড়ে আসা নৌকা ডুবে যাওয়ায় অন্তত ২৩ জন মারা গেছেন।

https://p.dw.com/p/4V1zT
(ফাইল ছবি)
(ফাইল ছবি)ছবি: Reuters/D. Siddiqui

বুদিয়াটং শহর থেকে যাত্রা শুরুর সময় নৌকাটিতে ৫৫ জন যাত্রী ছিল বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে শিউ ইয়াং মেট্টা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বায়ার লা।

নৌকাটি মালয়েশিয়ার যাওয়ার উদ্দেশে যাত্রা শুরু করে। তবে ঠিক কী কারণে ও কখন নৌকাটি ডুবেছিল সে সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য জানাতে পারেননি বায়ার লা।

এসএইচ/এসিবি (এএফপি, বিবিসি)