1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বজ্রপাতে পশ্চিমবঙ্গে মৃত ২৭

৮ জুন ২০২১

একই দিনে ছয় জেলায় বাজ পড়ে মারা গেছেন মোট ২৭ জন। ক্ষতিপূরণ দেবে রাজ্য ও কেন্দ্রীয় সরকার।

https://p.dw.com/p/3uYxi
পশ্চিমবঙ্গে বজ্রপাতে মৃত্যু হলো ২৭ জনের।ছবি: Imago Images/K. Hessland

মুর্শিদাবাদ, হুগলি, বাঁকুড়া, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বাজ পড়ে সোমবার মারা গেলেন মোট ২৭ জন। তাদের কেউ খেতে কাজ করছিলেন। কেউ গরুকে ঘরে ফেরাতে গিয়েছিলেন, কেউ বাড়ির দাওয়ায় বসেছিলেন। একজন তো গঙ্গার ধারে বসেছিলেন। সেই সময় প্রবল ঝড়বৃষ্টি শুরু হয় ও ঘন ঘন বাজ পড়তে থাকে। সেই বজ্রপাতই ২৭ জনের জীবন নিল।

মুর্শিদাবাদের নওদায় বাজ পড়ে একসঙ্গে ছয় জনের মৃত্যু হয়েছে। তারা সকলেই খেতে কাজ করতে গিয়েছিলেন। ঝড়বৃষ্টি শুরু হওয়ায় একটি নলকূপের পাশে ছোট ঘরে ছয় জন আশ্রয় নিয়েছিলেন। সেখানেই বাজ পড়ায় সকলেই মারা যান। এছাড়া বহরমপুরে দুইজন এবং আহিরনে একজন মারা গেছেন।

তবে সব চেয়ে বেশি মানুষ মারা গেছেন হুগলিতে। ১১ জন বাজ পড়ার জন্য মারা গেছেন এই জেলায়। গোঘাট, খানাপুল, সিঙ্গুর, তারকেশ্বর, হরিপালে তাদের মৃত্যু হয়।

বজ্রপাত নিয়ন্ত্রণে চলছে গবেষণা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেোপাধ্যায় জানিয়েছেন, মৃতের পরিবারকে রাজ্য সরকার দুই লাখ টাকা দেবে। আহতদের দেবে ৫০ হাজার টাকা। তার অনুরোধ, ঝড়-বৃষ্টির মধ্যে কেউ যেন বাইরে না যান। ঘরেই থাকেন। প্রধানমন্ত্রীও জানিয়েছেন, মৃতের পরিবারকে দুই লাখ টাকা দেয়া হবে।

জিএইচ/এসজি(পিটিআই)