বরগুনার রিফাত হত্যায় জড়িত কিশোরদের সাজা
২৭ অক্টোবর ২০২০মঙ্গলবার দুপুরে বরগুনা শিশু আদালতে ছয়জনকে দশ বছর করে, চারজনকে পাঁচ বছর করে এবং একজনকে তিন বছরের কারাবাস দেয়া হয়েছে৷ বিচারক মো. হাফিজুর রহমান এই রায় দেন৷ তবে তিনজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে৷
ঘটনার সময় তারা অপ্রাপ্তবয়স্ক থাকায় তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় বলে জানান আইনজীবীরা৷ তবে রায়ের সময় তাদের বয়স ১৮ বছর পেরিয়ে যাওয়ায় তাদের সংশোধন কেন্দ্রের বদলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক৷
ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান আসামি পক্ষের আইনজীবী নারগিস আক্তার সুরমা৷
রায়ের সময় মামলা সংশ্লিষ্টরা ছাড়া অন্যদের আদালতে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়৷ আসামীপক্ষের আরেক আইনজীবী হুমায়ুন কবির রায় ঘোষণার পর বাইরে এসে সাংবাদিকদের বিস্তারিত জানান৷
কিশোর সংশোধন কেন্দ্র থেকে সকালে ছয় আসামিকে আদালতে উপস্থিত করা হয়৷ জামিনে থাকা বাকি আটজনও আদালতে হাজির হন৷
এর আগে গেল ৩০ সেপ্টেম্বর আদালত একই মামলায় রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ দেন৷ মিন্নি রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন৷ হত্যাকাণ্ডে অংশ নেয়া নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন৷
গত বছর ২৬ জুন বরগুনার কলেজ রোড এলাকায় রিফাত শরীফের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান নয়ন বন্ডসহ বেশ কয়েকজন যুবক৷
জেডএ/কেএম (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম)