1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলিউড অস্কার-এ থ্রি ইডিয়টস-এর জয়জয়কার

৮ জুন ২০১০

এবারের বলিউড অস্কার এ আমির খান অভিনীত থ্রি ইডিয়টস এর জয়জয়কার৷ সেরা ছবি, সেরা অভিনেত্রী আর সেরা পরিচালক সহ বেশিরভাগ পুরস্কার গিয়েছে এবার এই ছবির ঝুলিতে৷

https://p.dw.com/p/Nk55
থ্রি ইডিয়টস-এর তিনজনছবি: AP

মোট ২৭টি পুরস্কারের ১৬টি পেয়েছে বিধু বিনোদ চোপড়া প্রযোজিত, রাজকুমার হিরানী পরিচালিত এবং অভিনীতি থ্রি ইডিয়টস৷ কলম্বোতে আয়োজিত ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র অ্যাকাডেমি-র জমকালো অনুষ্ঠানে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়৷ এতে সেরা অভিনেতার পুরস্কার গিয়েছে আইআইএফএ-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর অমিতাভ বচ্চনের কাছে৷ ‘পা' ছবিতে দুর্দান্ত অভিনয় করার জন্য এই পুরস্কার পান তিনি৷ সেরা অভিনেত্রীর পুরস্কার অবশ্য পেয়েছেন যৌথভাবে দুই জন৷ থ্রি ইডিয়টস ছবিতে অভিনয়ের জন্য কারিনা কাপুর এবং পা ছবির অভিনেত্রী বিদ্যা বালান৷ ছয় ঘন্টার অনুষ্ঠান জুড়ে ছিল বলিউড তারকাদের আকর্ষণীয় পারফরমেন্স৷

তবে এবারের অনুষ্ঠান অনেকটাই ম্লান হয়ে গেছে বলিউড তারকাদের অনেকের অনুপস্থিতিতে৷ যেমন, যে ছবি নিয়ে এত আলোচনা সেই থ্রি ইডিয়টস এর আসল লোক আমির খানই ছিলেন না এবার৷ অমিতাভ বচ্চন ও তাঁর পরিবারের আসনগুলোও খালি পড়েছিল৷ শাহরুখ খানও এবার যোগদান করেননি আইআইএফএ অনুষ্ঠানে৷ ভারতের তামিল গোষ্ঠীর আপত্তির কারণে এবার এসব বলিউড তারকা যাননি কলম্বোতে৷ শ্রীলংকার তামিল টাইগারদের বিরুদ্ধে যুদ্ধে মাহিন্দা রাজাপাকসে সরকারের নির্মমতার প্রতিবাদে এবার তামিল গোষ্ঠীগুলো এই অনুষ্ঠান বয়কটের আহ্বান জানায়৷ তবে তাদের সে অনুরোধে সাড়া না দিয়ে কলম্বোতে হাজির ছিলেন সালমান খান, ঋত্মিক রোশান, কারিনা কাপুর, বিবেক ওবেরয়ের মত বড় বড় বলিউড তারকা৷ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সালমান ও ঋত্মিকের পারফরমেন্স৷ তবে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও ছিলেন না শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সাগর সরওয়ার