বাঁধের উচ্চতা বাড়াতেই হবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে
২৯ এপ্রিল ২০১২বাংলাদেশের দক্ষিণের বলেশ্বর নদীর তীরবর্তী খ্যাতা চিড়া ভেরি বাঁধটি ঘূর্ণিঝড় আয়লায় ভেঙ্গে যাওয়ার পর মেরামত করা হয়েছিল৷ কিন্তু তা আবার ভেঙ্গে গেছে৷ এনিয়ে ঐ এলাকার মানুষের মনে তীব্র ক্ষোভ৷ আসছে বর্ষাকালে তারা যে কিভাবে টিঁকে থাকবেন তা তারা জানেন না৷
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুয়ায়ী দেশের উপকুলের জেলাগুলোতে সিডর ও আয়লার আঘাতে ৬০৩ কিলোমিটার ভেরি বাঁধ সম্পূর্ণ ধ্বংস হয়েছে৷ আর আংশিক ক্ষতি হয়েছে ৩৫০০ কি.মি ভেরি বাঁধের৷ বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ-এর নির্বাহী পরিচালক ড. আতিক রহমান ডয়চে ভেলেকে জানান, ক্ষতিগ্রস্ত ভেরি বাঁধ ঠিকমত মেরামত করা হয়নি৷
তাঁর কথার সঙ্গে অনেকটাই একমত পানি উন্নয়ন বোর্ড৷ বোর্ডের মহাপরিচালক কে এ এম শহিদুজ্জামান ডয়চে ভেলেকে জানান, তাঁরা কোনমতে এসব বাঁধ মেরামত করেছেন ৷ বড় জলোচ্ছ্বাসে এগুলো টিঁকবে না৷ তিনি জানান ঘূর্ণিঝড়ে তাদের ক্ষতি হয়েছে ১৩০০ কোটি টাকার৷ আর মেরামতের জন্য তাঁরা খরচ করেছেন মাত্র ৩৫০ কোটি টাকা৷
ড. আতিক রহমান জানান, ষাটের দশকে নির্মিত এসব বাঁধ এমনিতেই অনেক দুর্বল হয়ে পড়েছে৷ আর জলবায়ু পরিবর্তনের কারণে সাগরে পানির উচ্চতা এবং জোয়ারের উচ্চতা বেড়ে গেছে৷ তাই বাঁধের উচ্চতাও বাড়াতে হবে৷ পানি উন্নয়ন বোর্ডও মনে করে বাঁধের উচ্চতা বাড়ানো ছাড়া কোন উপায় নেই৷
উপকুলীয় এলাকায় মোট ভেরি বাঁধ সাড়ে ৫ হাজার কিলোমিটার৷ আর পানি উন্নয়ন বোর্ডের হিসেবে তার ৪০০০ কিলোমিটারই ঝুঁকির মুখে৷ তাই বর্ষা মৌসুম শুরুর আগেই উপকুলের ১০ জেলার মানুষকে রক্ষার উদ্যোগ নিতে হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ডয়চে ভেলে, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম